Ajker Patrika

এক দিন বিরতি দিয়ে আবার ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৮: ০২
এক দিন বিরতি দিয়ে আবার ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আজ শেষ দিন। এর মধ্যেই দলটি তৃতীয় দফা অবরোধের ডাক দিয়েছে। এবার এক দিন বিরতি দিয়ে আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। 

আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একই কর্মসূচির ঘোষণা দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।  

বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে এই দুই দিনের অবরোধ পালনের আহ্বান জানান।

বিবৃতিতে এলডিপির এই নেতা বলেন, ‘এলডিপির সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।’ 

তিনি আরও বলেন, ‘মেহেরবানি করে আগামীতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত