Ajker Patrika

আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলাপ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান নজরুল ইসলাম খান।

এ দিন বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান ছাড়াও এই দলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও ছিলেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এএম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ অংশ নেন।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব সরকারের। আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের (বিএনপি) আলোচনা আছে। আমরা সেখানে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব।’

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছ থেকে যতটুকু জেনেছি, ভোটার হালনাগাদসহ চলতি বছরের মে মাসের মধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। সেটা হলে প্রস্তুতি শেষ করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।’

এ সময় এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আমরা (বিএনপি) যদি মনে করি সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, তাতে আমরাও বাধা দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত