নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নানা জল্পনা-কল্পনা ও উৎকণ্ঠা শেষে আরামবাগের আল হেলাল পুলিশ বক্স মোড়ে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে পিকআপ ভ্যানে করে অস্থায়ী মঞ্চ তৈরি করার কাজ চলছে।
সেখানে দায়িত্বরত ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাময়িক সময়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে এই স্থান ত্যাগ করতে হবে।
সমাবেশের জন্য আরামবাগ এলাকার মৌখিক সম্মতি মিলেছে বলে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অবস্থানরত নেতাকর্মীরা দাবি তুলেছে একবারের জন্য হলেও তারা শাপলা চত্বরে যাবে।
নেতা-কর্মীরা আরামবাগ মোড় এবং নটরডেম কলেজের সামনে পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করেছে। এ সময় পুলিশের সাজোয়া যান রায়োট কার আরামবাগ আল হেলাল পুলিশ বক্স এলাকার কাছে থেকে সরিয়ে সার্কুলার রোড এলাকার দিকে এনে রাখছে।
এর আগে সকাল থেকেই আরামবাগে অবস্থান নেন জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী। তাঁরা সমাবেশের অনুমতি না পেলেও সকাল থেকেই কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া করে পুলিশ। পরে আবারও তাঁরা পুলিশের মুখোমুখি হন।
তখন জানা যায়, শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পেতে পারে জামায়াত।
নানা জল্পনা-কল্পনা ও উৎকণ্ঠা শেষে আরামবাগের আল হেলাল পুলিশ বক্স মোড়ে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে পিকআপ ভ্যানে করে অস্থায়ী মঞ্চ তৈরি করার কাজ চলছে।
সেখানে দায়িত্বরত ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাময়িক সময়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে এই স্থান ত্যাগ করতে হবে।
সমাবেশের জন্য আরামবাগ এলাকার মৌখিক সম্মতি মিলেছে বলে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অবস্থানরত নেতাকর্মীরা দাবি তুলেছে একবারের জন্য হলেও তারা শাপলা চত্বরে যাবে।
নেতা-কর্মীরা আরামবাগ মোড় এবং নটরডেম কলেজের সামনে পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করেছে। এ সময় পুলিশের সাজোয়া যান রায়োট কার আরামবাগ আল হেলাল পুলিশ বক্স এলাকার কাছে থেকে সরিয়ে সার্কুলার রোড এলাকার দিকে এনে রাখছে।
এর আগে সকাল থেকেই আরামবাগে অবস্থান নেন জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী। তাঁরা সমাবেশের অনুমতি না পেলেও সকাল থেকেই কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া করে পুলিশ। পরে আবারও তাঁরা পুলিশের মুখোমুখি হন।
তখন জানা যায়, শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পেতে পারে জামায়াত।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।
১৬ ঘণ্টা আগেপ্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাবার বাসায় উঠবেন বলে জানা গেছে।
১৭ ঘণ্টা আগেসামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৯ ঘণ্টা আগেগাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ রোববার সন্ধ্যায় সারজিসের ভ্যারিফায়েড ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
১৯ ঘণ্টা আগে