নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে বিএনপির কোনো কর্মসূচি থাকলে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আজ সোমবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার কোনো অভিযোগও পাওয়া যায়নি। যদিও পুলিশ জানিয়েছে, পুলিশ সতর্ক রয়েছে, কোনো নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে মৎস্য ভবন, শাহবাগ মোড়, হাইকোর্ট মোড়, শিক্ষাভবনে, টিএসসিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ দুপুর ১২টার আগে থেকে বিএনপির পূর্বঘোষিত সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা শুরু করেন। বেলা দেড়টার দিকে বৃষ্টি উপেক্ষা করে তাঁদের সমাবেশের দিকে যেতে দেখা গেছে। কোথাও পুলিশি বাধা বা তল্লাশির অভিযোগ পাওয়া যায়নি।
বাংলামোটরে স্বেচ্ছাসেবক দলের কর্মী তৌহিদ বলেন, তাঁরা বাড্ডা থেকে হাতিরঝিল হয়ে ১৭ জন একসঙ্গে সমাবেশে যাচ্ছেন। পথে কোথাও পুলিশ কোনো বাধা সৃষ্টি করেনি।
আজ দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। ২৬টি শর্তে তাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ বেলা ৩টায় শুরু হবে বিএনপির জনসমাবেশ। এ উপলক্ষে বেলা ১১টার পর থেকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু করে বিএনপি।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরে ভেন্যু পরিবর্তন করে দলটি।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, সমাবেশ করতে কোনো বাধা নেই। তবে বাসে ভাঙচুর-অগ্নিসংযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীতে বিএনপির কোনো কর্মসূচি থাকলে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আজ সোমবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার কোনো অভিযোগও পাওয়া যায়নি। যদিও পুলিশ জানিয়েছে, পুলিশ সতর্ক রয়েছে, কোনো নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে মৎস্য ভবন, শাহবাগ মোড়, হাইকোর্ট মোড়, শিক্ষাভবনে, টিএসসিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ দুপুর ১২টার আগে থেকে বিএনপির পূর্বঘোষিত সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা শুরু করেন। বেলা দেড়টার দিকে বৃষ্টি উপেক্ষা করে তাঁদের সমাবেশের দিকে যেতে দেখা গেছে। কোথাও পুলিশি বাধা বা তল্লাশির অভিযোগ পাওয়া যায়নি।
বাংলামোটরে স্বেচ্ছাসেবক দলের কর্মী তৌহিদ বলেন, তাঁরা বাড্ডা থেকে হাতিরঝিল হয়ে ১৭ জন একসঙ্গে সমাবেশে যাচ্ছেন। পথে কোথাও পুলিশ কোনো বাধা সৃষ্টি করেনি।
আজ দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। ২৬টি শর্তে তাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ বেলা ৩টায় শুরু হবে বিএনপির জনসমাবেশ। এ উপলক্ষে বেলা ১১টার পর থেকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু করে বিএনপি।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরে ভেন্যু পরিবর্তন করে দলটি।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, সমাবেশ করতে কোনো বাধা নেই। তবে বাসে ভাঙচুর-অগ্নিসংযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১১ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
১৪ ঘণ্টা আগেসংস্কারের বিষয়ে আর কোনো সংকট দেখছে না বিএনপি। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। সবাই সবার মতামত দিয়েছে। ঐকমত্য কোথায় কোথায় হয়েছে, তা জানতে এক সপ্তাহের...
১৪ ঘণ্টা আগে