Ajker Patrika

বিএনপির ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা জাসদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৯: ৩৭
বিএনপির ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা জাসদের

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচনে তিনটি আসনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করেছে জাসদ। গতকাল শুক্রবার দুপুরে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভায় দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

আজ শনিবার দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্লামেন্টারি বোর্ডের সভায় তৃণমূল থেকে প্রস্তাবিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর বগুড়া-৪ আসনে সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আসনে বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও শ্রমিক নেতা অ্যাডভোকেট মো. ইমদাদুল হক এমদাদ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, অ্যাডভোকেট রবিউল আলম, মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার ও আফরোজা হক রীনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত