নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার ক্ষমতা ধরে রাখতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। সারা দেশের কারাগারগুলো ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষের আন্দোলন দমাতে পারছে না।
আজ মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার ধূপখোলা মাঠ ও বাজার এলাকায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে একতরফা নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার।
জলি তালুকদার বলেন, ‘ক্ষমতাসীন সরকার শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে দ্বিধা করে না। বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের কণ্ঠরোধে সারা দেশের কারাগারগুলোকে ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষ ও অধিকার আদায়ে সোচ্চার শ্রমিকদের আন্দোলন থামাতে পারছে না। দেশের এই ক্রান্তিকালে জনগণ গণ-আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।’
এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য কাল হবে। আওয়ামী লীগ ও তার নির্বাচনী সঙ্গীদের গণতন্ত্র হত্যার অভিযান দেশের মানুষ প্রতিরোধ করবে।’
কর্মসূচিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী বলেন, ‘বাজার নৈরাজ্য, সীমাহীন লুটপাট, অর্থ পাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। বৈদেশিক ঋণনির্ভর তথাকথিত উন্নয়ন মানুষের পেটে অন্নের জোগান দিতে পারছে না।’
আগামী ৩১ ডিসেম্বর ঢাকার আজিমপুর বাসস্ট্যান্ড থেকে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় গণসংযোগ এবং পথসভা কর্মসূচি ঘোষণা করেন নেতারা।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন সিপিবির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সাইফুল ইসলাম সমীর, বাসদের (মার্ক্সবাদী) ঢাকা নগর কমিটির নেতা মোহাম্মদ সোয়াইব প্রমুখ।
সরকার ক্ষমতা ধরে রাখতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। সারা দেশের কারাগারগুলো ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষের আন্দোলন দমাতে পারছে না।
আজ মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার ধূপখোলা মাঠ ও বাজার এলাকায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে একতরফা নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার।
জলি তালুকদার বলেন, ‘ক্ষমতাসীন সরকার শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে দ্বিধা করে না। বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের কণ্ঠরোধে সারা দেশের কারাগারগুলোকে ধারণক্ষমতার তিন গুণ বন্দী দিয়ে পূর্ণ করা হয়েছে। তবু সরকার দেশের গণতন্ত্রকামী মানুষ ও অধিকার আদায়ে সোচ্চার শ্রমিকদের আন্দোলন থামাতে পারছে না। দেশের এই ক্রান্তিকালে জনগণ গণ-আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।’
এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য কাল হবে। আওয়ামী লীগ ও তার নির্বাচনী সঙ্গীদের গণতন্ত্র হত্যার অভিযান দেশের মানুষ প্রতিরোধ করবে।’
কর্মসূচিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী বলেন, ‘বাজার নৈরাজ্য, সীমাহীন লুটপাট, অর্থ পাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। বৈদেশিক ঋণনির্ভর তথাকথিত উন্নয়ন মানুষের পেটে অন্নের জোগান দিতে পারছে না।’
আগামী ৩১ ডিসেম্বর ঢাকার আজিমপুর বাসস্ট্যান্ড থেকে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় গণসংযোগ এবং পথসভা কর্মসূচি ঘোষণা করেন নেতারা।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন সিপিবির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সাইফুল ইসলাম সমীর, বাসদের (মার্ক্সবাদী) ঢাকা নগর কমিটির নেতা মোহাম্মদ সোয়াইব প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকার যে কী করতে চায়, আমি বুঝি না। আর তারা নিজেরাও জানে কি না, বোঝে কি না, তারা কী করতে চায়। তারা একটা গোলকধাঁধার মধ্যে পড়েছে। সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে।’
৪ মিনিট আগেকুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি আর না ঘটে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওত
১৪ মিনিট আগেক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে...
৩ ঘণ্টা আগে১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক...
৬ ঘণ্টা আগে