Ajker Patrika

দেশে কি কোনো সরকার আছে, সংসদে প্রশ্ন বিএনপির হারুনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দেশে কি কোনো সরকার ও আইন আছে— তা জাতীয় সংসদে জানতে চেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘একজন মন্ত্রী বলেছেন, খেলা হবে। খেলা শুরু হয়ে গেছে। সারা দেশে বিএনপির সভা সমাবেশে হামলা মামলা, ভাঙচুর চলছে। এটা কি মুক্তিযুদ্ধের আদর্শের মধ্যে পড়ে? বিএনপির নেতা তরিকুল ইসলামের বাসায় উপর্যুপরি তিনদিন হামলা হয়েছে। রাষ্ট্রকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?’

আজ সোমবার জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল-২০২২-এর ওপর জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হারুনুর রশীদ। 

গুমের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হারুন বলেন, ‘মানুষ গুম করা হয়েছে। আর সরকার বলছে, নিখোঁজ। এভাবে চলতে পারে না, জোর যার মুল্লুক তার। মুক্তিযুদ্ধের আদর্শে দেশ চালাতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

পরে সংশোধনী প্রস্তাবের আলোচনায় হারুন বলেন, ‘১৫ অগাস্টের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার হলে যারা গুম, খুন, বিচারবহির্ভুত হত্যার শিকার হয়েছেন তাঁরা কি আইনের আশ্রয় লাভের সুযোগ পাবেন না?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত