Ajker Patrika

সেপ্টেম্বরের পরে সরকার বিদায়ের আন্দোলন: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেপ্টেম্বরের পরে সরকার বিদায়ের আন্দোলন: সিপিবি

আগামী সেপ্টেম্বরের পরে সরকার বিদায়ের আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

‘সংসদ ভেঙে দেওয়া, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচন, দুর্নীতি-লুটপাট-অর্থ পাচার-বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অন্যান্য গণদাবি’ নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

রুহিন হোসেন বলেন, ‘আমরা কমিউনিস্ট পার্টি আগামী ১১ আগস্ট সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছি। আমাদের এই সংগ্রাম চলবে। আজ বাংলাদেশে কমপক্ষে ১০০টি এলাকায় আমাদের সমাবেশ হচ্ছে। আমরা শুধু একা না। বাম জোট, তাদেরকে নিয়েও সংগ্রাম করছি। আমরা আগামী ১০ তারিখে যশোরে বড় সমাবেশ করব। আগস্ট মাসব্যাপী বাম জোটের বিভাগীয় বড় সমাবেশ হবে।’

সিপিবির এই নেতা বলেন, ‘পরিষ্কার ভাষায় সরকারকে বলি, যদি তুমি দাবি না মানো, আজকের এই সমাবেশ সবে তো শুরু। এই সমাবেশ থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিচ্ছি।’

বৃহৎভাবে মাঠে নামার বিষয়ে বাম জোট ও কমিউনিস্ট পার্টির সম্মিলিত আন্দোলনের কথা উল্লেখ করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। না হলে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত