Ajker Patrika

সায়েন্সল্যাবে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৩, ১৭: ১৫
সায়েন্সল্যাবে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ২টায় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন।

ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি সাতমসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল হয়ে কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

বিএনপির নেতা–কর্মীদের পদযাত্রাপ্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে বিএনপি নেতা-কর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে। পুলিশ বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে।

বিপুলসংখ্যক পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়েছেএদিকে সংঘর্ষ চলাকালে বিআরটিসির একটি দোতলা বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সায়েন্স ল্যাবে বিআরটিসির একটি দোতলা বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেউচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করে বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত