সাখাওয়াত ফাহাদ ও মো. আসাদুজ্জামান, গাজীপুর থেকে
নির্বাচনে ভোটার উপস্থিতি সকালের দিকে একটু কমই থাকে বলে মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন। আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
ভোটার উপস্থিতি কেমন, এমন প্রশ্নে আলিম উদ্দিন বুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ভোটার উপস্থিতি সকাল-সকাল শীতের দিন একটু কমই থাকে। আমার মা-বোনেরা ঘরে কাজকর্ম করে, আস্তে আস্তে বের হবে। আমি মনে করি, যত সময় বাড়বে, তত ভোটার উপস্থিতি বাড়বে।’
ভোটকেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই জানিয়ে তিনি বলেন, ‘কিছু ভোটার আছে, সেন্টার খুঁজে পাচ্ছেন না। এটা সমাধানের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোক লাগিয়েছি, যাতে ভোটাররা সঠিক নম্বর এবং কেন্দ্র খুঁজে পায়।’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আলিম উদ্দিন বলেন, ‘আমি ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, যেদিকেই যাচ্ছি, মানুষ ট্রাক ট্রাক বলে চিৎকার করছে। তাতে আমি শতভাগ নিশ্চিত যে, আমার বিজয় নিশ্চিত।’
ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, অবশ্যই।’ কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত শঙ্কার কোনো খবর পাইনি। টঙ্গী, গাছাসহ সব জায়গা থেকেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে খবর পাচ্ছি।’
এই আসনে নৌকার প্রার্থী রয়েছেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল। স্থানীয় এলাকাবাসী বলছেন, মো. আলিম উদ্দিনের পক্ষে প্রচারের মাঠে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
নির্বাচনে ভোটার উপস্থিতি সকালের দিকে একটু কমই থাকে বলে মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন। আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
ভোটার উপস্থিতি কেমন, এমন প্রশ্নে আলিম উদ্দিন বুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ভোটার উপস্থিতি সকাল-সকাল শীতের দিন একটু কমই থাকে। আমার মা-বোনেরা ঘরে কাজকর্ম করে, আস্তে আস্তে বের হবে। আমি মনে করি, যত সময় বাড়বে, তত ভোটার উপস্থিতি বাড়বে।’
ভোটকেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই জানিয়ে তিনি বলেন, ‘কিছু ভোটার আছে, সেন্টার খুঁজে পাচ্ছেন না। এটা সমাধানের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোক লাগিয়েছি, যাতে ভোটাররা সঠিক নম্বর এবং কেন্দ্র খুঁজে পায়।’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আলিম উদ্দিন বলেন, ‘আমি ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, যেদিকেই যাচ্ছি, মানুষ ট্রাক ট্রাক বলে চিৎকার করছে। তাতে আমি শতভাগ নিশ্চিত যে, আমার বিজয় নিশ্চিত।’
ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, অবশ্যই।’ কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত শঙ্কার কোনো খবর পাইনি। টঙ্গী, গাছাসহ সব জায়গা থেকেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে খবর পাচ্ছি।’
এই আসনে নৌকার প্রার্থী রয়েছেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল। স্থানীয় এলাকাবাসী বলছেন, মো. আলিম উদ্দিনের পক্ষে প্রচারের মাঠে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেশেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর দোসরেরা এখনো দেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ বুধবার সকালে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণকালে এ্যানী এই অভিযোগ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু সভাপতিত্ব করেন।
৬ ঘণ্টা আগেতাঁর (শেখ হাসিনা) অনেকগুলো মামলা আছে। এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটার সমাধান হতেই থাকবে। কিন্তু এই বিচারিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনেরও কোনো সম্পর্ক নাই...
৬ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের নেতৃত্বে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিডিএসি) কমিটি থেকে ‘শিবির’ ট্যাগিংয়ের মাধ্যমে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা আহমেদ।
৭ ঘণ্টা আগে