Ajker Patrika

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে এখন অনেকটা স্থিতিশীল। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। মানসিক প্রশান্তি তাঁর শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের কিংস্টোনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হয়। সেদিনই তাঁকে ভর্তি করা হয় লন্ডন ক্লিনিকে। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকেরা। ২৫ জানুয়ারি ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় ওঠেন তিনি।

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জাহিদ হোসেন বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা যেদিন অনুমতি দেবেন, দেশে ফিরে যাওয়ার উপযুক্ত মনে করবেন, সেদিন তিনি (খালেদা জিয়া) ফিরবেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা নিয়মিত বাসায় গিয়ে বিএনপি চেয়ারপারসনের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত