কোটি মানুষের স্বপ্নের রাজপুত্র হয়েছিলেন দিলীপ কুমার: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ভারতীয় অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

আজ বুধবার এক শোকবার্তায় দিলীপ কুমারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 
শোকবার্তায় জি এম কাদের আরও বলেন, মুহাম্মদ ইউসুফ খান চলচ্চিত্রে দিলীপ কুমার নামে অনবদ্য অভিনয় করে ইতিহাস হয়ে আছেন। অভিনয়কে বাস্তবতাকে ফুটিয়ে তুলতে দিলীপ কুমারের ছিল অতুলনীয় দক্ষতা। শুধু অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েই শত কোটি মানুষের স্বপ্নের রাজপুত্র হয়েছিলেন তিনি। একজন ভারতীয় অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার পেয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন। দিলীপ কুমার অক্ষয় হয়ে থাকবেন তাঁর কর্মের মাঝে। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা আর ভালোবাসার ইতিহাসে এক কিংবদন্তির জীবনাবসান হলো। 

ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা, ট্র্যাজেডি কিং দিলীপ কুমারের মৃত্যুতে একইভাবে দুঃখ প্রকাশ করেছেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যসচিব আলাউদ্দিন আহমেদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত