Ajker Patrika

সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সংসদীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সংসদীয় প্রতিনিধি দল

মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল। কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী ১৪ কিংবা ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ। 

মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে বলেন, আমরা সাত দিনের সফরে আমেরিকা যাচ্ছি। ওখানে আমেরিকার কংগ্রেসনাল ফরেন অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে বৈঠক হবে। আমরা পারস্পরিক সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা করব। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের আয়োজন করছে বলে জানান তিনি।

গত শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংসদীয় কমিটির সফর নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। সেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দিয়েছেন। 

আমেরিকান কংগ্রেসের এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ার এমি বেরারের সঙ্গে আগামী ১৭ মে বৈঠক করার কথা রয়েছে প্রতিনিধি দলের। এছাড়াও আরও একাধিক বৈঠক করবে প্রতিনিধি দলটি। সেগুলোর সময় নির্ধারণ হয়নি বলে জানা গেছে। 

বৈঠকে র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গার্মেন্টস পণ্য রপ্তানি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বর্তমান অবস্থা ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

গত মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সেখানে র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান আবদুল মোমেন। এছাড়াও শ্রম অধিকার নিয়ে কথা বলা হয়। 

চলতি মাসের শেষের দিকে এবং আগামী মাসে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকার পর্যায়ে আরও একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত