Ajker Patrika

গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবশ্যই জয়ী হব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৩: ৩৭
গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবশ্যই জয়ী হব: মির্জা ফখরুল

চলমান সংগ্রামে জয়ী হওয়ার প্রত্যয় জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। জিয়ার ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। 

সমগ্র জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছে—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্তের বিরুদ্ধে সমগ্র জাতি জেগে উঠেছে। আজকের এই দিনে আমরা শপথ নিয়ে সংগ্রামে জয়ী হব।’ 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত