Ajker Patrika

ক্ষমতা ছাড়ুন, না হলে পদত্যাগে বাধ্য করব: সরকারকে এলডিপি

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৫: ৫৭
ক্ষমতা ছাড়ুন, না হলে পদত্যাগে বাধ্য করব: সরকারকে এলডিপি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) শুরু হচ্ছে। প্রথম অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান এলডিপির যুগ্ম-মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি। 

বিল্লাল হোসেন মিয়াজি বলেন, ‘সরকারের প্রতি অনুরোধ করব, আপনি আজকে সংসদের প্রথম অধিবেশনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর না হয় দেশের ১৮ কোটি মানুষকে নিয়ে এই রাজপথে আন্দোলন করে আপনাকে পদত্যাগে বাধ্য করব।’ 

এলডিপির কালো পতাকা মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংক প্রদক্ষিণ করে পুনরায় পল্টন মোড় দিয়ে তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এলডিপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘দেশের মানুষ এই অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট থেকে বিরত থেকেছেন। সে জন্যই ১২ কোটি ভোটারকে আমরা সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি গত ৭ জানুয়ারি অবৈধ নির্বাচনের যে সংসদ গঠন হয়েছে, সেই অবৈধ সংসদের প্রথম অধিবেশন হতে যাচ্ছে। কিন্তু দেশের এই ১২ কোটি ভোটার সেটি মানে না। একই সঙ্গে ৬০টি বিরোধী দলও এই অবৈধ সংসদকে মানে না। তাই অবিলম্বে এই সংসদ বিলুপ্তি করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ 

দেশের মানুষ আওয়ামী লীগকে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে দেবে না এমন মন্তব্য করে বিল্লাল হোসেন মিয়াজি আরও বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছিলেন, তাঁরা ইচ্ছা করে ২০ হাজার নেতা-কর্মীকে আটক করেছিলেন। তাঁরা এ দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চাইছেন, যেটা শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে করতে চেয়েছিল। তবে দেশের এই ১৮ কোটি মানুষ একদলীয় বাকশাল কায়েম করতে দেবে না। 

কালো পতাকা মিছিলে এলডিপির কেন্দ্রীয় ও মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত