নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে। সরকারের পদত্যাগসহ বিভিন্ন ইস্যু নিয়ে এক দফা দাবি আদায়ে দলটির এই কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন ঢাকার নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায়। বেলা বাড়তেই নেতা-কর্মীদের ভিড় বাড়ছেই। বেলা ১টা নাগাদ মহাসমাবেশস্থল ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, রাজারবাগ, আরামবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
আজকের এই কর্মসূচির আগেই বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছিলেন স্মরণকালের সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে মহাসমাবেশে। ইতিমধ্য জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। এদিকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
সমাবেশে আসা নেতা-কর্মীরা বলছেন, আজকের এই কর্মসূচি এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নেমেছেন বলে জানান।
নারায়ণগঞ্জ থেকে আসা ছাত্রদলের নেতা ইসমাইল বলেন, ‘১৭ কোটি মানুষ আজ একটি দলের কাছে জিম্মি। মানুষ খেতে পারছে না, আমাদের নেত্রীকে তিলে তিলে মেরে ফেলছে। আমরা আর এই স্বৈরাচারের হাতে ক্ষমতা দেব না। তার পতনের পরই ঘরে ফিরব।’
ঢাকার ভাটারা থানা বিএনপির কর্মী মাসুম সরকার বলেন, ‘এক দফা এক দাবি আদায় করে তবেই ঘরে ফিরব। ভোট চুরি করে হাসিনাকে আর ক্ষমতায় বসতে দেব না।’
বিএনপির ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে। সরকারের পদত্যাগসহ বিভিন্ন ইস্যু নিয়ে এক দফা দাবি আদায়ে দলটির এই কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন ঢাকার নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায়। বেলা বাড়তেই নেতা-কর্মীদের ভিড় বাড়ছেই। বেলা ১টা নাগাদ মহাসমাবেশস্থল ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, রাজারবাগ, আরামবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
আজকের এই কর্মসূচির আগেই বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছিলেন স্মরণকালের সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে মহাসমাবেশে। ইতিমধ্য জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। এদিকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
সমাবেশে আসা নেতা-কর্মীরা বলছেন, আজকের এই কর্মসূচি এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নেমেছেন বলে জানান।
নারায়ণগঞ্জ থেকে আসা ছাত্রদলের নেতা ইসমাইল বলেন, ‘১৭ কোটি মানুষ আজ একটি দলের কাছে জিম্মি। মানুষ খেতে পারছে না, আমাদের নেত্রীকে তিলে তিলে মেরে ফেলছে। আমরা আর এই স্বৈরাচারের হাতে ক্ষমতা দেব না। তার পতনের পরই ঘরে ফিরব।’
ঢাকার ভাটারা থানা বিএনপির কর্মী মাসুম সরকার বলেন, ‘এক দফা এক দাবি আদায় করে তবেই ঘরে ফিরব। ভোট চুরি করে হাসিনাকে আর ক্ষমতায় বসতে দেব না।’
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীগণ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন।’
৩৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেল জয়লাভ করায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামি পাকিস্তান। আজ বুধবার পাকিস্তান জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানানো হয়।
১ ঘণ্টা আগেপোস্টে সারজিস আলম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।’
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান জানিয়েছেন, তিনি তাঁর সবটুকু সামর্থ্য দিয়ে দেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করবেন। আজ বুধবার বিকেলে ডাকসু নির্বাচন নিয়ে নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে