Ajker Patrika

‘বিএনপির অসহযোগের বিষয়ে জানি না’ ভিন্ন কর্মসূচি ঘোষণা করে বললেন অলি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৭: ০৫
‘বিএনপির অসহযোগের বিষয়ে জানি না’ ভিন্ন কর্মসূচি ঘোষণা করে বললেন অলি 

বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। আজ বুধবার বিকেলে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানান। 

এর আগে ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘এখনো বিএনপি অসহযোগ আন্দোলন দেয় নাই। এই তথ্য ঠিক না। এটা প্রস্তুতি নেওয়ার জন্য হয়তো বলা হয়েছে।’ 

পরে আবারও একই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অলি বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত নই। তারা (বিএনপি) দিতে পারে। তারা বড় রাজনৈতিক দল। আমার সঙ্গে যে যোগাযোগ হয়েছে, তাতে যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচি ঘোষণা করেছি।’

এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করেন অলি আহমদ। তিনি বলেন, ‘ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হবে। এই কর্মসূচির পরে আবার আমরা সবার সঙ্গে পরামর্শ করে, জনগণের মতামত নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত