Ajker Patrika

করোনার মধ্যেও বিএনপি সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার মধ্যেও বিএনপি সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মঙ্গলবার জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। এটা থেকেই প্রমাণিত হয় যে, করোনা মহামারির মধ্যেও বিএনপি সন্ত্রাসের রাজনীতি থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি।

বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রযোজক সমিতি আয়োজিত চলচ্চিত্র শিল্পের মানুষদের জন্য চলচ্চিত্র অক্সিজেন ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি করোনার ভেতর কোথায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে তা না করে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে মারামারি করেছে। এই সময়ে মারামারি করা কি উচিত? এটা কতটুকু সমীচীন তা আমার বুঝে আসে না।

তথ্যমন্ত্রী জানান, অনেক উন্নত দেশের তুলনায় আমরা করোনাকে ভালোভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। সবাইকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ২ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ বছরের মধ্যে ১০ কোটি মানুষকে অন্তত করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

তথ্যমন্ত্রী বলেন, অনেকেই ধারণা করেছিলেন করোনা মহামারি বাংলাদেশে আসলে মানুষ না খেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে। কিন্তু সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। করোনার মধ্যে গত দেড় বছরে একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এবং অক্সিজেন ব্যাংকের উদ্যোক্তা খোরশেদ আলম খসরু বলেন, চলচ্চিত্রের কেউ যেন আর অক্সিজেনের অভাবে মারা না যায় সে জন্য এই উদ্যোগ। ৫০ বোতল অক্সিজেন দিয়ে শুরু করেছি। আমাদের লক্ষ্য এটাকে ১০০ বোতলে নিয়ে যাওয়া। বিনা মূল্যে ২৪ ঘণ্টা এই সেবা চলবে। তিনি জানান, শুধুমাত্র শিল্পীরা নয় চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই বিনা মূল্যে এই সুবিধা পাবেন।

অভিনেতা অনন্ত জলিল বলেন, এই প্রথম একটি ভালো উদ্যোগ দেখলাম। চলচ্চিত্রে এখন তো শুধু পিকনিক আর নির্বাচন ছাড়া কিছু দেখি না। চলচ্চিত্রে এখন শুধু খোচাখুচি ছাড়া কিছু নেই। চলচ্চিত্রে কোন নির্বাচনের দরকার নেই। একটি কমিটির মাধ্যমে সব কার্যক্রম চলতে পারে। ১৮-১৯টি সংগঠন কেন থাকবে!

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম খান, দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেতা ওমর সানি, অভিনেত্রী মৌসুমি, নিপুণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত