নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সদ্য শেষ হওয়া ৬ আসনের উপনির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি বলে দাবি করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশকে সামনে রেখে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উপনির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গতকালের (বুধবার) নির্বাচন হয়েছে ২০১৪ সালের মতই। পত্র-পত্রিকার খবরে দেখা গেছে, ভোটকেন্দ্রে ভোটার ছিল না, ভোটকেন্দ্রে কুকুর শুয়ে আছে। আওয়ামী লীগ এই পর্যায়ে নিয়ে গিয়েছে নির্বাচন ব্যবস্থাকে। যে তথাকথিত নির্বাচন অনুষ্ঠান হলো, এই উপনির্বাচনে ভোট প্রদানের হার তাদের হিসেব অনুযায়ী ১৫ থেকে ২০ শতাংশ। আমাদের হিসাবে এটা ৫ শতাংশের বেশি না।’
সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের পাল্টা কর্মসূচি দেওয়া নিয়ে সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা (আওয়ামী লীগ) পাল্টা কর্মসূচি দিচ্ছে। আমরা যখনই কর্মসূচি দিচ্ছি, তখন একই সময়ে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। তারা যে ভাষা ব্যবহার করছে সেটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী। একদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।’
২০২০ সালের ২৭ জানুয়ারি মাসে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো আবেকে ফখরুল চিঠি দিয়েছিলেন—পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এই মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরাতো বহু লোককে চিঠি দিয়েছি, বহু দেশকে চিঠি দিয়েছি। অবশ্যই দিয়েছি। এটা তো অস্বীকার করিনি। দেশের চলমান যে শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে, দুর্নীতি-লুটপাটের মধ্যে দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করছে, খুন করছে, প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে, এগুলো আমরা সারা পৃথিবীকে জানিয়েছি।’
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম এ জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সদ্য শেষ হওয়া ৬ আসনের উপনির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি বলে দাবি করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশকে সামনে রেখে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উপনির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গতকালের (বুধবার) নির্বাচন হয়েছে ২০১৪ সালের মতই। পত্র-পত্রিকার খবরে দেখা গেছে, ভোটকেন্দ্রে ভোটার ছিল না, ভোটকেন্দ্রে কুকুর শুয়ে আছে। আওয়ামী লীগ এই পর্যায়ে নিয়ে গিয়েছে নির্বাচন ব্যবস্থাকে। যে তথাকথিত নির্বাচন অনুষ্ঠান হলো, এই উপনির্বাচনে ভোট প্রদানের হার তাদের হিসেব অনুযায়ী ১৫ থেকে ২০ শতাংশ। আমাদের হিসাবে এটা ৫ শতাংশের বেশি না।’
সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের পাল্টা কর্মসূচি দেওয়া নিয়ে সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা (আওয়ামী লীগ) পাল্টা কর্মসূচি দিচ্ছে। আমরা যখনই কর্মসূচি দিচ্ছি, তখন একই সময়ে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। তারা যে ভাষা ব্যবহার করছে সেটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী। একদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।’
২০২০ সালের ২৭ জানুয়ারি মাসে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো আবেকে ফখরুল চিঠি দিয়েছিলেন—পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এই মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরাতো বহু লোককে চিঠি দিয়েছি, বহু দেশকে চিঠি দিয়েছি। অবশ্যই দিয়েছি। এটা তো অস্বীকার করিনি। দেশের চলমান যে শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে, দুর্নীতি-লুটপাটের মধ্যে দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করছে, খুন করছে, প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে, এগুলো আমরা সারা পৃথিবীকে জানিয়েছি।’
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম এ জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে এ শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব দলটি করেছে। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
৩০ মিনিট আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১৬ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১৭ ঘণ্টা আগে