Ajker Patrika

সংরক্ষিত আসনে জাপাকে সমর্থন দিয়েছেন সৈয়দ ইবরাহীম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৮
সংরক্ষিত আসনে জাপাকে সমর্থন দিয়েছেন সৈয়দ ইবরাহীম 

সংরক্ষিত মহিলা আসনের জন্য জাতীয় পার্টিকে দলীয় সমর্থন জানিয়েছে কল্যাণ পার্টি। আজ বৃহস্পতিবার দলটির চেয়ারম্যান ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহীম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, ‘আমরা তো বিরোধী শিবিরের আসনে আছি। আর একজন মাত্র সংসদ সদস্য। ভগ্নাংশের হিসাবে সংরক্ষিত আসনের যে সমর্থন রয়েছে, তা জাতীয় পার্টিকে জানিয়েছি।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে বিজয়ী হয়। ৬২ আসনে স্বতন্ত্ররা বিজয়ী হন। 

সংরক্ষিত মহিলা আসনের ৫০ এমপি। সংবিধান অনুযায়ী প্রতি ছয়জন সংসদের সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী দিতে পারে। সেই হিসাবে আওয়ামী লীগের ভাগে পড়েছিল ৩৭টি আসন। জাসদ ও ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগকে সমর্থন জানানোয় ৩৮টি হয়। 

অন্যদিকে স্বতন্ত্র ৬২ এমপিও তাদের সমর্থন আওয়ামী লীগকে জানায়। সেই হিসাবে দলটি এখন ৪৮টি সংরক্ষিত আসন পাবে। 

অন্যদিকে জাতীয় পার্টির ভাগে ২টি আসন। কল্যাণ পার্টিও দলটিকে সমর্থন জানিয়েছে। 

এদিকে সংরক্ষিত মহিলা আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপিদের সমর্থন চূড়ান্ত হওয়ায় যেকোনো দিন নির্বাচন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোট না হওয়ায় দলগুলো যাকেই সমর্থন দেবে, তিনি হবেন সংরক্ষিত আসনের এমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত