Ajker Patrika

পাকিস্তানি আর বর্তমান সরকারের শাসনামলের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২০: ২৪
পাকিস্তানি আর বর্তমান সরকারের শাসনামলের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী 

একাত্তরে পাকিস্তানি আর বর্তমান সরকারের শাসনামলের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই অবস্থার অবসানে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক আলোচনায় তিনি এ কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। 

রিজভী বলেন, ‘ভয়ংকর এক অরাজকতার মধ্যে আমরা বাস করছি। একাত্তর আর শেখ হাসিনার আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই আরেকটি যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নিয়ে এগোতে হবে।’ 

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আজ অধিকারহারা, স্বাধীনতাহারা। কথা বলা ও চলাচল করার স্বাধীনতা, সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত। মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। কিন্তু দেশে আজ সেই গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই। মুক্তিযুদ্ধের সমস্ত অর্জনকে ধ্বংস করেছে এই সরকার।’ 

অনুষ্ঠানে বর্তমান সরকার পতনের ভবিষ্যদ্বাণী করে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘কিছু আলামত দেখতে পাচ্ছি। ঘাবড়াবেন না। বেশি দিন বাকি নাই। অচিরেই এদের (সরকার) পতন হবে। এমন পতন হবে যে, এই দেশে আবারও নিরঙ্কুশ গণতন্ত্র ফিরে আসবে। এই দেশে আবার নিরপেক্ষ সরকার ফিরে আসবে। এই দেশে আবার গণতন্ত্রের চর্চা হবে। হাসিনার পতন নকিং অ্যাট দা ডোর, ভেরি ক্লোজ। বেশি দিন আর নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত