Ajker Patrika

এবার আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি কমলেও আয় বেড়েছে প্রায় ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০: ২৯
এবার আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি কমলেও আয় বেড়েছে প্রায় ৫ কোটি টাকা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ, যা ২০১৮ সালের চেয়ে কম। এবার ফরম বিক্রি করে তাদের আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা, যা ২০১৮ সালের চেয়ে বেশি। 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থ দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। আর আয় হয় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। 

গত নির্বাচনের হিসাবে এবার ৬৬১টি ফরম কম বিক্রি হয়েছে। তবে আয় বেড়েছে ৪ কোটি ৭৫ লাখ টাকা। 

২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। এবার সেটা ২০ হাজার বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। 

এবার গড়ে প্রতিটি আসনে আওয়ামী লীগের মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ১৩ জন। 

জানা যায়, ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রামে ৬৫৯টি, রাজশাহীতে ৪০৯টি, খুলনায় ৪১৬টি, রংপুরে ৩০২টি, ময়মনসিংহে ২৯৫টি, সিলেটে ১৭২টি, বরিশালে ২৫৮টি। অনলাইনে ফরম কিনেছেন মাত্র ১২১টি৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত