নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সংবিধান মোতাবেক নির্বাচনে অংশ নিতে চাইলে বিরোধীদের সঙ্গে সংলাপ হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সংলাপ হবে না। কারণ, উচ্চ আদালত এটা বাতিল করেছে।
আজ বুধবার (৫ জুলাই) ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, ‘ইউকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। সরকার নিরপেক্ষ নির্বাচনে কমিটেড। আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে, এটা তার প্রমাণ। সংবিধান মেনেই নির্বাচন হবে—এই দাবি তারা (বিএনপি) মেনে নিয়ে সংলাপে আসলে আমরা সংলাপে রাজি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে সংবিধান মোতাবেক। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আলোচনা হবে না। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই, এটা বিরোধী দলের বোঝা দরকার।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ৯০ শতাংশ কথাবার্তাই ছিল ব্যবসা-বাণিজ্য নিয়ে। তবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে রাজনীতির কথাও হয়েছে।
রুশ-ইউক্রেনের জন্য রোহিঙ্গা ইস্যু আড়ালে গেলেও তা মরে যায়নি উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য ১১ মিলিয়ন পাউন্ড দেবে।
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়বে জানিয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাজ্য থেকে এয়ারবাস কিনতে চাই—এটা নিয়ে কথা হয়েছে। জিএসপির পর নতুন স্কিম আসছে। এটা বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাবে। বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও শুল্কসুবিধা ভোগ করতে পারবে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সালমান এফ রহমানের সঙ্গে যুক্তরাজ্যের মন্ত্রীর সাক্ষাৎ হয়।
নাইজেল হাডলস্টন সাংবাদিকদের বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও উভয় দেশের অর্থনীতি বিকাশের লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি দৃঢ় ও স্থায়ী সম্পর্ক রয়েছে। গত এক বছরে দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
‘ঢাকায় এটি আমার প্রথম সফর। শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাজ্যের দৃঢ় অঙ্গীকার রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের বাধাগুলো দূর করে পারস্পরিক সমৃদ্ধি বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সংবিধান মোতাবেক নির্বাচনে অংশ নিতে চাইলে বিরোধীদের সঙ্গে সংলাপ হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সংলাপ হবে না। কারণ, উচ্চ আদালত এটা বাতিল করেছে।
আজ বুধবার (৫ জুলাই) ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, ‘ইউকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। সরকার নিরপেক্ষ নির্বাচনে কমিটেড। আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে, এটা তার প্রমাণ। সংবিধান মেনেই নির্বাচন হবে—এই দাবি তারা (বিএনপি) মেনে নিয়ে সংলাপে আসলে আমরা সংলাপে রাজি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে সংবিধান মোতাবেক। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আলোচনা হবে না। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই, এটা বিরোধী দলের বোঝা দরকার।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ৯০ শতাংশ কথাবার্তাই ছিল ব্যবসা-বাণিজ্য নিয়ে। তবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে রাজনীতির কথাও হয়েছে।
রুশ-ইউক্রেনের জন্য রোহিঙ্গা ইস্যু আড়ালে গেলেও তা মরে যায়নি উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য ১১ মিলিয়ন পাউন্ড দেবে।
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়বে জানিয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাজ্য থেকে এয়ারবাস কিনতে চাই—এটা নিয়ে কথা হয়েছে। জিএসপির পর নতুন স্কিম আসছে। এটা বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাবে। বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও শুল্কসুবিধা ভোগ করতে পারবে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সালমান এফ রহমানের সঙ্গে যুক্তরাজ্যের মন্ত্রীর সাক্ষাৎ হয়।
নাইজেল হাডলস্টন সাংবাদিকদের বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও উভয় দেশের অর্থনীতি বিকাশের লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি দৃঢ় ও স্থায়ী সম্পর্ক রয়েছে। গত এক বছরে দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
‘ঢাকায় এটি আমার প্রথম সফর। শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাজ্যের দৃঢ় অঙ্গীকার রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের বাধাগুলো দূর করে পারস্পরিক সমৃদ্ধি বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।
৫ ঘণ্টা আগেনির্বাচন পেছাতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এই অভিযোগের কথা জানান।
৬ ঘণ্টা আগেসামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই সঙ্গে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এতে দেশের পুরোনো শাসনকাঠামো, সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
৯ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের মাটিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কেউ যাতে নির্বাচন নিয়ে কথা না বলে। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে