Ajker Patrika

রায়সাহেব বাজারে বিএনপির পথসভা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৯: ০৪
রায়সাহেব বাজারে বিএনপির পথসভা শুরু

সকাল ১০টায় বিএনপির এক দফা দাবি নিয়ে পদযাত্রা শুরু হয় রাজধানীর গাবতলী থেকে। বিকেল ৫টা ৪০ মিনিটে এসে পৌঁছায় রায়সাহেব বাজার মোড়ে৷ আগে থেকেই এখানে ছোট পথসভার জন্য মঞ্চ প্রস্তুত ছিল। এই মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস৷

এর আগে বিএনপির পদযাত্রা রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, মগবাজার, মৌচাক, কাকরাইল, নয়াপল্টন, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ প্রদক্ষিণ করে৷ পদযাত্রা থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনার পদত্যাগ দাবি করে মুহুর্মুহু স্লোগান দেন নেতা-কর্মীরা।

মূলত ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম মোটরসাইকেলে করে এসে পৌঁছালে এ মঞ্চ তৈরির কাজ শুরু করেন নেতা-কর্মীরা।

এই পথসভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

পুরো এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুলিশ কোনো ধরনের মারমুখী অবস্থানে নেই বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত