নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির সঙ্গে রওশন এরশাদ জড়িত নন। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এমন কথা বলেছেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এ বিষয়ে রওশন এরশাদকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
পরে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। ওই চিঠির সঙ্গে ম্যাডাম (রওশন এরশাদ) জড়িত নন, আমরাও জড়িত না। হঠাৎ করে একটা চিঠি চলে এসেছে।’
তাহলে চিঠিটি (বিজ্ঞপ্তি) কারা দিল—এমন প্রশ্নের জবাবে গোলাম মসীহ বলেন, ‘এটা কারা করেছে বুঝতে পারছি না। চেয়ারম্যান কে হবেন—সেটা তো গঠনতন্ত্রে বলা হয়েছে। এভাবে তো চিঠি দিয়ে একজন বলতে পারেন না যে তিনি চেয়ারম্যান। এটার তো একটা প্রক্রিয়া আছে।’
এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রওশন এরশাদ) দলের কেউ না। সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি কী করলেন, না করলেন সে নিয়ে আমাদের চিন্তা নেই।’
পরে রওশন এরশাদের ঘোষণার বিষয়টিকে ‘অসত্য’ দাবি করে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের (রওশন এরশাদ) নাম ব্যবহার করে এমন একটি ভুয়া নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই।’
চুন্নু আরও বলেন, ‘বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির যে কজন কো-চেয়ারম্যানের কথা বলা হয়েছে, তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন।’
এদিকে জিএম কাদেরের অনুপস্থিতিতে রওশনের এমন ঘোষণার মাধ্যমে জাতীয় পার্টিতে ভাঙনের চেষ্টা চালানো হচ্ছে বলে আশঙ্কা করছেন দলের অনেক নেতা। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, দলে বিভক্তি আনার জন্য কোনো মহল এ ধরনের তৎপরতা চালাচ্ছে।
জাপার আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জিএম কাদের সাহেব আছেন, থাকবেন। রওশন এরশাদ আমাদের মায়ের মতো। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক।’
জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু এক বিবৃতিতে বলেছেন, ‘জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বহাল আছেন। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব।’
নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির সঙ্গে রওশন এরশাদ জড়িত নন। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এমন কথা বলেছেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এ বিষয়ে রওশন এরশাদকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
পরে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। ওই চিঠির সঙ্গে ম্যাডাম (রওশন এরশাদ) জড়িত নন, আমরাও জড়িত না। হঠাৎ করে একটা চিঠি চলে এসেছে।’
তাহলে চিঠিটি (বিজ্ঞপ্তি) কারা দিল—এমন প্রশ্নের জবাবে গোলাম মসীহ বলেন, ‘এটা কারা করেছে বুঝতে পারছি না। চেয়ারম্যান কে হবেন—সেটা তো গঠনতন্ত্রে বলা হয়েছে। এভাবে তো চিঠি দিয়ে একজন বলতে পারেন না যে তিনি চেয়ারম্যান। এটার তো একটা প্রক্রিয়া আছে।’
এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রওশন এরশাদ) দলের কেউ না। সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি কী করলেন, না করলেন সে নিয়ে আমাদের চিন্তা নেই।’
পরে রওশন এরশাদের ঘোষণার বিষয়টিকে ‘অসত্য’ দাবি করে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের (রওশন এরশাদ) নাম ব্যবহার করে এমন একটি ভুয়া নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই।’
চুন্নু আরও বলেন, ‘বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির যে কজন কো-চেয়ারম্যানের কথা বলা হয়েছে, তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন।’
এদিকে জিএম কাদেরের অনুপস্থিতিতে রওশনের এমন ঘোষণার মাধ্যমে জাতীয় পার্টিতে ভাঙনের চেষ্টা চালানো হচ্ছে বলে আশঙ্কা করছেন দলের অনেক নেতা। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, দলে বিভক্তি আনার জন্য কোনো মহল এ ধরনের তৎপরতা চালাচ্ছে।
জাপার আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জিএম কাদের সাহেব আছেন, থাকবেন। রওশন এরশাদ আমাদের মায়ের মতো। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক।’
জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু এক বিবৃতিতে বলেছেন, ‘জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বহাল আছেন। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব।’
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজ বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৩১ মিনিট আগেবিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীগণ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন।’
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেল জয়লাভ করায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামি পাকিস্তান। আজ বুধবার পাকিস্তান জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানানো হয়।
২ ঘণ্টা আগেপোস্টে সারজিস আলম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।’
২ ঘণ্টা আগে