Ajker Patrika

মহিলা আওয়ামী লীগের সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৮: ১২
মহিলা আওয়ামী লীগের সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সম্মেলনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি প্রধান অতিথি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সম্মেলনের কার্যক্রম।

মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন আইভী রহমান, ফজিলাতুন নেছা ইন্দিরার মতো নারী নেত্রীরা। তাঁরা নারীদের অধিকারসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাজপথে সক্রিয় থাকতেন। বিভিন্ন ইস্যুতে দলের জন্য রাখতেন গুরুত্বপূর্ণ অবদান। মহিলা আওয়ামী লীগের বর্তমান শীর্ষ নেতৃত্বে ওই সব গুণাবলির অভাব রয়েছে।

রাজপথেও তাঁদের উপস্থিতি কম দেখা গেছে। আর মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে ছাত্রলীগের সাবেক নেত্রীরা সক্রিয় হয়েছেন। এঁদের অনেকই আন্দোলন-সংগ্রামে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তাই এবার শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সম্পাদকমণ্ডলীর সদস্য।

এর আগে, সর্বশেষ ২০১৭ সালের ৪ মার্চ ৫ম জাতীয় জাতীয় সম্মেলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত