Ajker Patrika

ভুল বিবৃতিতে সম্পর্ক বিনষ্ট হবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুল বিবৃতিতে সম্পর্ক বিনষ্ট হবে না: তথ্যমন্ত্রী

ভুল কোনো বিবৃতির কারণে সরকার ও রাজনীতিবিদদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক বিনষ্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। 

সচিবালয়ে বুধবার এক সভায় তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব সময় একনিষ্ঠভাবে কাজ করছেন। কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের সঙ্গে, সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যেভাবে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি বিনষ্ট হতে পারে না, বিনষ্ট হয়নি, হবেও না। আপনাদের অনুরোধ জানাব যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। 

বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে পোস্টার অপসারণকে কেন্দ্র সরকারদলীয় নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় বরিশালের মেয়রের দুর্বৃত্তায়নের  চিত্র তুলে ধরে তাঁর গ্রেপ্তারের দাবিতে কড়া ভাষায় বিবৃতি দেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। ওই বিবৃতির ভাষা নিয়ে কঠোর সমালোচনা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে বৈঠকে সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ। 

সচিবালয়ে বুধবার ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন হাছান মাহমুদ। তিনি বলেন, জাতির পিতার বাংলাদেশ রচনার স্বার্থকতা সেখানেই আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। মানব উন্নয়ন সূচক ও সামাজিক সূচকের অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সবাই এখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করছে, এটাই শেখ হাসিনার স্বার্থকতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত