Ajker Patrika

ঢাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মেঘ-মাঈন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মেঘ-মাঈন

‘ইতিহাসের দায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না স্বৈরাচারের ঠাঁই’–শীর্ষক স্লোগানকে ধারণ করে মেঘমল্লার বসুকে সভাপতি, মাঈন আহমেদকে সাধারণ সম্পাদক এবং অর্ণি আনজুমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৫তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে কমিটির নবনির্বাচিত দপ্তর সম্পাদক নিনাদ খান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

কমিটিতে সহসভাপতির দায়িত্বে আছেন আনান, সাদ আহমেদ, কাশফিয়া হাসান মৌরি, প্রদ্যুৎ সরকার, রুদ্র রায় ও এন্টন চাকমা। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মধুসূদন কর্মকার, দিগন্ত দাস ও দুর্জয় রায়। 

এ ছাড়াও কমিটিতে নিজাম উদ্দিন হৃদয় কোষাধ্যক্ষ, নিনাদ খান দপ্তর সম্পাদক, ক্রানুপ্রু মার্মা লোটাস প্রচার ও প্রকাশনা সম্পাদক, আহমেদ জারিফ ইনান শিক্ষা ও গবেষণা সম্পাদক, মাহাবুব খালাসি সাংস্কৃতিক সম্পাদক, অং অং ক্রীড়া সম্পাদক ও তানভীরুল ইসলাম পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন তানহা তানজিন, সাব্বির হোসেন, পৃথিং মারমা। এ ছাড়াও বিগত কমিটির সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী সম্মানিত সদস্য হিসেবে নতুন কমিটিতে রয়েছেন। কমিটির একটি পদ ফাঁকা রাখা হয়েছে। 

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ৩৫তম সম্মেলনের উদ্বোধন করেন টিএসসির চা-দোকানি মো. আব্দুল জলিল ওরফে স্বপন মামা। সমাবেশে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি শিমুল কুম্ভকার। সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, নৃবিজ্ঞানী ও আন্দোলনকর্মী রেহনুমা আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা লিটন নন্দী এবং ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম। পরে ১৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত