Ajker Patrika

বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান গণতন্ত্রী পার্টির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৭: ৪৭
বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান গণতন্ত্রী পার্টির

বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টি। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গুর ভয়াবহতা ও অন্যান্য সমস্যা রোধে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানান দলের নেতারা। 

গণতন্ত্রী পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ সিকদার বলেন, ‘ডেঙ্গুর ভয়াবহতা রোধে এডিস মশা ধ্বংস করতে হবে। কিন্তু আমরা দেখছি সরকারি বেশির ভাগ প্রতিষ্ঠানেই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সুতরাং, এ জন্য সরকারের দায় আছে। তাই সরকারকেই বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর ডেঙ্গুর বিস্তার রোধে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে।’ 

এদিকে দলের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রতিরোধ করা, ঘুষ-দুর্নীতি, অর্থ পাচার বন্ধ করা, স্বচ্ছ ও জবাবদিহি জনপ্রশাসন গড়ে তোলা এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলারও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য শরাফত আলী হীরা, অ্যাডভোকেট সারওয়ার-ই-দীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত