অনলাইন ডেস্ক
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আর বিলম্ব না করে যত দ্রুত পারেন, একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি এই মুহূর্তে। রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে। এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়েই মানুষের মধ্যে আবারও একটা আস্থার সৃষ্টি হবে।’
দ্রুত নির্বাচনের দাবির পেছনে যুক্তি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি—একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পারে বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। সরকারের কাছে যে প্রত্যাশা—তারা অতি অল্প সময়ের মধ্যে জঞ্জালগুলোকে সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন। নতুন বাংলাদেশ নির্মাণ করার যে স্বপ্ন জাতি দেখেছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবেন।’
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে অনেকেই কথা বলছেন। সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কার করার জন্য সরকার কিছু কমিশনও গঠন করেছে। তাদের ওপর জনগণের আস্থা আছে। কিন্তু আমরা যেটা চাইব, আমাদের যে প্রত্যাশা—স্বল্প সময়ের মধ্যে সংস্কার সাধন করে বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে, তত বিতর্ক সৃষ্টি হবে। ততই বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই শক্তি সঞ্চার করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। সেই চেষ্টা চলছে এখন।’
তিনি আরও বলেন, অনেক জঞ্জাল, অনেক আবর্জনা। এক দিনে, দুই দিনে সব জঞ্জাল সরানো সম্ভব নয়। তারপরও যত দ্রুত সম্ভব, একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন।
মওলানা ভাসানীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এই মানুষটিকে আমরা, এই দেশ, এই জাতি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি।’
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আর বিলম্ব না করে যত দ্রুত পারেন, একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি এই মুহূর্তে। রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে। এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়েই মানুষের মধ্যে আবারও একটা আস্থার সৃষ্টি হবে।’
দ্রুত নির্বাচনের দাবির পেছনে যুক্তি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি—একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পারে বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। সরকারের কাছে যে প্রত্যাশা—তারা অতি অল্প সময়ের মধ্যে জঞ্জালগুলোকে সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন। নতুন বাংলাদেশ নির্মাণ করার যে স্বপ্ন জাতি দেখেছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবেন।’
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে অনেকেই কথা বলছেন। সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কার করার জন্য সরকার কিছু কমিশনও গঠন করেছে। তাদের ওপর জনগণের আস্থা আছে। কিন্তু আমরা যেটা চাইব, আমাদের যে প্রত্যাশা—স্বল্প সময়ের মধ্যে সংস্কার সাধন করে বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে, তত বিতর্ক সৃষ্টি হবে। ততই বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই শক্তি সঞ্চার করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। সেই চেষ্টা চলছে এখন।’
তিনি আরও বলেন, অনেক জঞ্জাল, অনেক আবর্জনা। এক দিনে, দুই দিনে সব জঞ্জাল সরানো সম্ভব নয়। তারপরও যত দ্রুত সম্ভব, একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন।
মওলানা ভাসানীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এই মানুষটিকে আমরা, এই দেশ, এই জাতি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।
৪ মিনিট আগেজাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
১৩ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১৭ ঘণ্টা আগে