Ajker Patrika

‘৭ নভেম্বরের বিপ্লব যেন ফরাসি বিপ্লবের মতো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৩: ০৭
‘৭ নভেম্বরের বিপ্লব যেন ফরাসি বিপ্লবের মতো’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ নভেম্বরের বিপ্লব যেন ফরাসি বিপ্লবের মতো। সেদিন বাকশালের অন্ধকার গৃহ থেকে গণতন্ত্র উদ্ধার করেছিল এ দেশের মানুষ আর সিপাহিরা। এর নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান।’ আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতা নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করেন রিজভী বলেন, নিশিরাতে ভোট ডাকাতির সরকার ইউপি নির্বাচন নিয়ে এখন নিজেরাই কামড়াকামড়ি করে মরছে। সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করছে। জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। 

রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ কখনোই নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না। এরা অবৈধ ক্ষমতা আঁকড়ে ধরতে রক্তগঙ্গা বইয়ে দিতেও দ্বিধা করে না। এদের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হলেও নির্বাচন কমিশন প্রতারণা করেই চলেছে। 

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করে রিজভী বলেন, কমিশনের স্বাধীন সত্তাকে হরণ করেছেন কে এম নুরুল হুদা। নির্বাচনে সহিংসতার দায় স্থানীয় প্রশাসনের ওপর চাপাচ্ছে পুতুল নির্বাচন কমিশন। ভোট ডাকাতির সহায়তা দিতে গিয়ে নির্বাচনী হিংসা ও সন্ত্রাসবাদকে লালন করেছে নির্বাচন কমিশন। 

এ সময় রিজভী জানান, আগামী ৭ নভেম্বর বিএনপি যথারীতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করার কথাও জানান তিনি। 

কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। ওই দিন বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। আগের দিন রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এরই মধ্যে দলের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে বলেও জানান রিজভী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত