Ajker Patrika

স্বাধীনতার পঞ্চাশ বছর পরও রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্য নেই: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন করছে বাংলাদেশ। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিজ দেশে রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্য নেই। বৃহৎ দুটো রাজনৈতিক দল দুটি গ্রহে অবস্থান করছে।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন নুর। এ সময় অতীতের ভুল পেছনে ফেলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নুর বলেন, ‘আমাদের অতীতের অনেক ভুল রয়েছে। মানুষের জীবনে ভুল থাকবেই। ইতিহাসে সফলতা ও ব্যর্থতার গল্প থাকবেই। আমরা যদি আগামীতে শান্তি, সম্প্রীতি ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই। তাহলে রাজনৈতিক দলগুলোর আগে একটা ঐক্য গড়ে তুলতে হবে।’

ডাকসুর সাবেক ভিপি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন থেকে নির্বাচন নিয়ে একটি সংকট রয়েছে। স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী করতে হচ্ছে একটি বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের অধীনে। এটা জাতির জন্য লজ্জার। 

নুর বলেন, ‘আমরা শুধু এটা বলছি না। আজ আন্তর্জাতিকভাবে স্বাধীনতার ৫০ বছরে যেখানে বাংলাদেশকে স্বীকৃতি দেবে, যেখানে বাংলাদেশ নিয়ে লেখালেখি হবে, যেখানে বাংলাদেশ নিয়ে ডকুমেন্টারি হবে, সেখানে দেখি স্বাধীনতার ৫০ বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসে।’

নুর বলেন, ‘আমরা দেখি পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নিয়ে যখন আমেরিকায় সম্মেলন হয়। ৫০ বছরে আমরা সেই গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত পাইনি। এটি স্পষ্ট এক নির্দেশক আমাদের দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানবিক মর্যাদাটুকু নেই। মানবাধিকার লঙ্ঘনের কারণে বিদেশের অনেক কিছুই বন্ধ হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত