Ajker Patrika

টাঙ্গাইলে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলের তারটিয়া বাইপাস এলাকায় মহাসড়কে মশাল মিছিল। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
টাঙ্গাইলের তারটিয়া বাইপাস এলাকায় মহাসড়কে মশাল মিছিল। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল করেছেন একদল যুবক। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, সদর উপজেলার তারটিয়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে একটি মিছিল যাচ্ছে। রাত ৯টার পরে আয়োজিত এই মিছিলে নেতৃত্বে দেন ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই মশাল জ্বালিয়ে মিছিল বের করেন একদল যুবক। পরে কিছু দূর এগিয়েই মিছিল শেষ করে তাঁরা এদিক-ওদিক চলে যান। মূলত টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সমর্থিত লোকজন এতে অংশ নেন। তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ‘ভিডিওটি দেখেছি। মিছিলে অংশ নেওয়া শনাক্তকারীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।’

এর আগে গত রোববার দিবাগত রাতে টাঙ্গাইল শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত