Ajker Patrika

যুদ্ধ না হলেও দেশে মন্দা আসত: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুদ্ধ না হলেও দেশে মন্দা আসত: জিএম কাদের

করোনা ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের একটি কারণ উল্লেখ করে জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘যুদ্ধ না হলেও হয়ত দেশে এই অর্থনৈতিক মন্দা আসত। সে ক্ষেত্রে হয়ত মন্দা আসতে আরও কিছু সময় লাগত।’ 

আজ রোববার জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনী বক্তব্যে জিএম কাদের এ কথা বলেন। 

দেশের রিজার্ভ কমা শুরু হয়েছিল রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ারও ছয়-সাত মাস আগ থেকে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর রিজার্ভ কমার পরিমাণ বেড়েছে। বড় সংকট হল, বাংলাদেশ ব্যাংক নিজস্ব পদ্ধতির হিসাবে বলছে রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ৮৫ ডলার। কিন্তু আইএমএফ বলছে রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।’ 

আইএমএফের কাছে বাংলাদেশ সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ চাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সেটা পাওয়া গেলেও রিজার্ভের অবস্থা সুখকর হবে না। বৈদেশিক মুদ্রার সংকট এখন বড় ধরনের সংকট।’ 

জিএম কাদের বলেন, ‘মানুষ মনে করছে রিজার্ভ সংকট চলছে। সংকট বাড়ছে। বৈদেশিক মুদ্রা প্রতিদিন কমছে। টাকার মূল্যমান কমে যাচ্ছে। একটি বিপর্যয়কর পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে।’ 

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সার্বিকভাবে অর্থনৈতিক সংকট বাড়ছে। কী পদক্ষেপ নেওয়া যায়, সরকার ভবিষ্যতে কী করবে তা জনগণকে জানানো দরকার। জনগণ জানতে চায়।’ 

বিশেষজ্ঞদের বক্তব্যের বরাত দিয়ে জিএম কাদের বলেন, ‘এই পরিস্থিতির জন্য কিছু উচ্চাভিলাষী প্রকল্প দায়ী। এগুলোর যথাযথ সম্ভাব্যতা যাচাই করা হয়নি। বাস্তবায়নে বারবার সময় ও ব্যয় বাড়ছে।’ 

ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘ডেঙ্গুর সংক্রমণ এখন মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন ডেঙ্গুতে মানুষের মৃত্যু হচ্ছে। রক্তের প্লাটিলেট আলাদা করার যন্ত্র ঢাকার বাইরের হাসপাতালগুলোতে নেই।’ 

এ সময় নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান জিএম কাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত