Ajker Patrika

হোটেল শ্রমিক হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৪৯
হোটেল শ্রমিক হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোশারফ হোসেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হোটেল শ্রমিক সিয়াম সরদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই আব্দুর রহমান তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে দুজনের পক্ষে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। 

শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৪ জনকে আসামি করা হয়। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন দুজনকে কারাগারে পাঠানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

তদন্ত কর্মকর্তা আবেদন উল্লেখ করেছেন, আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার পর তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁদের নাম-ঠিকানা যাচাই করাও সম্ভব হয়নি। এ কারণে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন। 

গত রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে এবং রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে মিরপুরের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী সিয়াম সরদার (১৭) রাজধানীর মিরপুরের হোটেল রাব্বানীর শ্রমিক। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাজ শেষে বাসায় ফেরার পথে মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তাঁর বাবা সোহাগ সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত