Ajker Patrika

রমজানেও শান্তি-স্বস্তি নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ২০: ৪৭
Thumbnail image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজানেও দেশের মানুষ শান্তিতে-স্বস্তিতে দিন কাটাতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ কথা বলেন। ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করেছিলাম রমজানে জিনিসপত্রের দাম কমবে। দাম না কমলেও অন্তত বাড়বে না। কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এমনকি মাহে রমজানেও আমরা শান্তিতে-স্বস্তিতে দিন কাটাতে পারছি না।’ 

সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা দল ও জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপিজি গ্যাসের দাম আবারও বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের থেকে ৮ হাজার মাইল দূরে অবস্থান করছেন।’ 

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রমজানে আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। তিনি যেন সুস্থ হন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি।’ 

ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত