নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাকে ‘গৌরবজনক ঐতিহাসিক মুহুর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য ছাত্র-জনতাকে বীরোচিত অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘হাজারো শহীদের প্রাণের বিনিময়ে জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্য দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতা বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে।’
আজ সোমবার (৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এই বার্তায় পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের অনুরোধও জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। বিজয়ের এই ঐতিহাসিক মুহুর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। দয়া করে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয়, সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’
ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আবারও প্রমানিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনও পরাজিত করতে পারে না, পারবে না। বিজয়ের এই ঐতিহাসিক মুহুর্তে এই গণবিপ্লবে যারা শহীদ হয়েছে তাঁদের মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’
তিনি বলেন, ‘সবার ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আরেক বিজয় দেখেছে। খুনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে দেশের জনগণ গণতন্ত্র, তাঁদের ভোটের অধিকারের পথ সুগম করেছে। এর মধ্য দিয়ে বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।’
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাকে ‘গৌরবজনক ঐতিহাসিক মুহুর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য ছাত্র-জনতাকে বীরোচিত অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘হাজারো শহীদের প্রাণের বিনিময়ে জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্য দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতা বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে।’
আজ সোমবার (৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এই বার্তায় পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের অনুরোধও জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। বিজয়ের এই ঐতিহাসিক মুহুর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। দয়া করে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয়, সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’
ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আবারও প্রমানিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনও পরাজিত করতে পারে না, পারবে না। বিজয়ের এই ঐতিহাসিক মুহুর্তে এই গণবিপ্লবে যারা শহীদ হয়েছে তাঁদের মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’
তিনি বলেন, ‘সবার ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আরেক বিজয় দেখেছে। খুনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে দেশের জনগণ গণতন্ত্র, তাঁদের ভোটের অধিকারের পথ সুগম করেছে। এর মধ্য দিয়ে বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।’
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগেজুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠনপ্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত রয়েছে কি না, সে জন্য সব রাজনৈতিক দলের কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত ও বাক্যগত।
১২ ঘণ্টা আগেরংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জেলা শহরের ন
১৪ ঘণ্টা আগেগণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
১৪ ঘণ্টা আগে