Ajker Patrika

মামুনুলের কথিত দ্বিতীয় স্ত্রীকে 'উদ্ধার' করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক
মামুনুলের কথিত দ্বিতীয় স্ত্রীকে 'উদ্ধার' করেছে ডিবি

ঢাকা: হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে 'উদ্ধার' করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের মামুনুলের বোনের বাসা থেকে তাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঝর্ণাকে তার বাবার কাছে হস্তান্তর করা হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিবি) আসাদুজ্জামান।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল জান্নাত আরা ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান জামি রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়া সোমবার ঝর্ণার বাবা মেয়েকে উদ্ধারের জন্য কলাবাগান থানায় আরেকটি জিডি করেন। তার মেয়েকে আটকে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পুলিশ প্রযুক্তির সহায়তায় জানতে পারে, মোহাম্মদপুরের একটি বাসায় ঝর্ণাকে আটকে রাখা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ওই বাসাটি মামুনুল হকের বোন দিলরুবার।

আসাদুজ্জামান জানান, ঝর্ণাকে তার বাবার জিডির ভিত্তিতে উদ্ধার করা হয়েছে। বর্তমান আইনগত অভিভাবকের কাছে তাকে হস্তান্তর করা হবে। মামুনুলের বোন দিলরুবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্ভর করছে উদ্ধার হওয়া নারী এবং তার অভিভাবকের ওপর। যদি তারা জোর করে আটকে রাখা কিংবা অপহরণের অভিযোগ করেন তাহলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সাবেক সেনাসদস্য। ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন তিনি।

হেফাজতের বহুল আলোচিত নেতা মামুনুল হককে ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৮ মামলা রয়েছে। এর আগে ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীসহ মামুনুল হক আটক হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত