নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরের অনেকেই দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ নির্বাচনের আগেই নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে নেতা-কর্মীদের দলীয় সভাপতি শেখ হাসিনা সতর্ক করেছিলেন বলেও জানান কাদের।
আজ রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সরকার ভাবছে নির্বাচনের আগে যে চাপ ছিল সেটা কমে গেছে কিন্তু চাপ আরও বেড়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছিলেন, নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা চলছে। নেতা-কর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। কাজেই আপনারাও (সাংবাদিক) জানেন যে, কথাটা (ফখরুলের বক্তব্য) সত্য নয়। শেখ হাসিনা কিন্তু বলেননি নির্বাচন হলেই সংকট কেটে যাবে। তিনি বলেছিলেন, দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। সে চেষ্টা অনেকেই করছেন, আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে এমন প্রশ্নের প্রসঙ্গে কাদের বলেন, ‘আমরা কোনো উত্তাপ ছড়াতে চাইনি। আমরা বিএনপির হাসিখুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙা হয়ে গেছে। সামনেতো আর কিছু নেই। এখন ডোনাল্ড লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপিই ভালো জানে। আমাদের সঙ্গে তাঁদের আলোচনা হবে। আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেটার ফলোআপ করার জন্যই আসছেন ডোনাল্ড লু। আমরা সেটাই মনে করি।’
ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন। এখন বিএনপি মনে করে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কি না এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। তারা তো এমন অনেক উদ্ভট চিন্তা করে প্রলাপ বকছিল বারবার। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে পড়েছে।
মুক্তিযোদ্ধা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ মূল্যায়ন করে না দলটির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, কোথায় মুক্তিযুদ্ধটা করেছেন? জিয়াউর রহমানতো সেক্টর কমান্ডার ছিলেন, যদিও তিনি যুদ্ধ করেননি। খালেদা জিয়ার আবার সেক্টর কোনটা? কোথায় যুদ্ধ করেছেন? ঢাকা সেনানিবাসে? পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধীনে তিনি (খালেদা জিয়া) ছিলেন। সেখানে কি কোনো যুদ্ধ ক্ষেত্র আছে? সেখান থেকে কোন সেক্টরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে? এছাড়াতো কোনো কারণ নেই।
তিনি বলেন, বিএনপি সংবাদ সম্মেলন মানেই হলো অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। সত্যকে পাশ কাটিয়ে মিথ্যা তথ্য তুলে ধরা, নিজের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপি দায় অপরের ওপরে চাপিয়ে দেওয়া। বিএনপি নেতারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে অবিরাম মিথ্যাচার, অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে ফখরুল সাহেব পরিষ্কার করে বলবেন কি?
ওবায়দুল কাদের বলেন, ‘এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না। একটা নির্বাচিত সরকার ৪২ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায়, সেই রকম একটা নির্বাচন করতে নির্বাচন কমিশন করতে সক্ষম হয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এমন একটি নির্বাচন কমিশন চায়, সে নির্বাচনে বিএনপিকে জেতার গ্যারান্টি দেবে। বিজয় লাভের নিশ্চয়তা ছাড়া এই দল নির্বাচন অংশ নিতে চায় না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা সম্পাদক শামসুন নাহার, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, উপ প্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরের অনেকেই দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ নির্বাচনের আগেই নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে নেতা-কর্মীদের দলীয় সভাপতি শেখ হাসিনা সতর্ক করেছিলেন বলেও জানান কাদের।
আজ রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সরকার ভাবছে নির্বাচনের আগে যে চাপ ছিল সেটা কমে গেছে কিন্তু চাপ আরও বেড়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছিলেন, নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা চলছে। নেতা-কর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। কাজেই আপনারাও (সাংবাদিক) জানেন যে, কথাটা (ফখরুলের বক্তব্য) সত্য নয়। শেখ হাসিনা কিন্তু বলেননি নির্বাচন হলেই সংকট কেটে যাবে। তিনি বলেছিলেন, দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। সে চেষ্টা অনেকেই করছেন, আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে এমন প্রশ্নের প্রসঙ্গে কাদের বলেন, ‘আমরা কোনো উত্তাপ ছড়াতে চাইনি। আমরা বিএনপির হাসিখুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙা হয়ে গেছে। সামনেতো আর কিছু নেই। এখন ডোনাল্ড লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপিই ভালো জানে। আমাদের সঙ্গে তাঁদের আলোচনা হবে। আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেটার ফলোআপ করার জন্যই আসছেন ডোনাল্ড লু। আমরা সেটাই মনে করি।’
ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন। এখন বিএনপি মনে করে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কি না এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। তারা তো এমন অনেক উদ্ভট চিন্তা করে প্রলাপ বকছিল বারবার। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে পড়েছে।
মুক্তিযোদ্ধা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ মূল্যায়ন করে না দলটির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, কোথায় মুক্তিযুদ্ধটা করেছেন? জিয়াউর রহমানতো সেক্টর কমান্ডার ছিলেন, যদিও তিনি যুদ্ধ করেননি। খালেদা জিয়ার আবার সেক্টর কোনটা? কোথায় যুদ্ধ করেছেন? ঢাকা সেনানিবাসে? পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধীনে তিনি (খালেদা জিয়া) ছিলেন। সেখানে কি কোনো যুদ্ধ ক্ষেত্র আছে? সেখান থেকে কোন সেক্টরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে? এছাড়াতো কোনো কারণ নেই।
তিনি বলেন, বিএনপি সংবাদ সম্মেলন মানেই হলো অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। সত্যকে পাশ কাটিয়ে মিথ্যা তথ্য তুলে ধরা, নিজের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপি দায় অপরের ওপরে চাপিয়ে দেওয়া। বিএনপি নেতারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে অবিরাম মিথ্যাচার, অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে ফখরুল সাহেব পরিষ্কার করে বলবেন কি?
ওবায়দুল কাদের বলেন, ‘এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না। একটা নির্বাচিত সরকার ৪২ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায়, সেই রকম একটা নির্বাচন করতে নির্বাচন কমিশন করতে সক্ষম হয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এমন একটি নির্বাচন কমিশন চায়, সে নির্বাচনে বিএনপিকে জেতার গ্যারান্টি দেবে। বিজয় লাভের নিশ্চয়তা ছাড়া এই দল নির্বাচন অংশ নিতে চায় না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা সম্পাদক শামসুন নাহার, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, উপ প্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
৩ ঘণ্টা আগেসংস্কারের বিষয়ে আর কোনো সংকট দেখছে না বিএনপি। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। সবাই সবার মতামত দিয়েছে। ঐকমত্য কোথায় কোথায় হয়েছে, তা জানতে এক সপ্তাহের...
৩ ঘণ্টা আগেসংগ্রাম এখনো শেষ হয়নি মনে করিয়ে দিয়ে সতর্ক থেকে কাজ করতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাদের সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। গণতান্ত্রিক উত্তরণ এখনো আমাদের হয়নি, নির্বাচনের..
৫ ঘণ্টা আগে