Ajker Patrika

নুরকে গ্রেপ্তারের দাবি জানালেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২০: ৪১
Thumbnail image

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ‘এজেন্ট’ মেন্দি এম সাফাদির সঙ্গে গোপন বৈঠক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্র উল্লেখ করে তাঁর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ফলে গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দিতে তাঁর দলের পক্ষে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ রোববার বিকেলে রাজধানীর মালিবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নূরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, ‘ব্যক্তি নুরুল হক নুরের আর্থিক উত্থান বা দলীয় কর্মকাণ্ড নিয়ে এনডিএম চিন্তিত নয়। কিন্তু তাঁর বিরুদ্ধে যখন ইসরায়েলের নাগরিকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠে, তখন সেটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নুরুল হক নুরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’

ববি হাজ্জাজ আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, আর্থিক কেলেঙ্কারি, দেশীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আপস, আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি ইত্যাদি গুরুতর অভিযোগ আড়াল করতেই নুরুল হক নুর অগণতান্ত্রিক উপায়ে দলের কাউন্সিল করতে যাচ্ছেন।

আজ সকালে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে রাষ্ট্রবিদ্রোহী কার্যকলাপের দায়ে নুরকে নিবন্ধন না দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানান ববি হাজ্জাজ। নুরুল হক নুরের গোপন আঁতাতের ফলে দলটিকে নিবন্ধন দেওয়া হলে ধর্মীয় এবং সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হতে পারে আশঙ্কা জানিয়ে তিনি বলেন, ‘গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০-এর ৫ (গ) ধারা মোতাবেক গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলকে নিবন্ধন না দিতে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমরা প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে চিঠি দিয়েছি।’

তবে রেজা কিবরিয়ার বিষয়ে এনডিএমের কোনো আপত্তি নেই বলে জানান তিনি। ববি হাজ্জাজ বলেন, ‘দেশ ও ইসলামবিরোধী কার্যকলাপে যারাই যুক্ত থাকবে, তাদের যেন নিবন্ধন দেওয়া না হয়। এখন নির্বাচন কমিশন রেজা কিবরিয়াকে নিবন্ধন দিলে সেটা আমাদের মাথাব্যথা নয়। নুরুল হক নুরকে গ্রেপ্তার করা না হলে এবং তাঁর দলকে নিবন্ধন দেওয়া হলে এনডিএম আইনি লড়াইয়ে যাবে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘নুরুল হক নুরের বিরুদ্ধে বলে এনডিএম আলোচনায় থাকতে চায়। তারা সরকারের টাকা খেয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে। ববি হাজ্জাজের নিজের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের উচ্চপর্যায়ে আছে। তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই, তা-ও তারা নিবন্ধন পেল কীভাবে? তাদের অফিসও কেউ এত দিন চিনত না, কিন্তু আজ দেখেন কতগুলো মিডিয়া তাদের অফিসে গিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত