Ajker Patrika

তাপসের প্ররোচনায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ জুন ২০২১, ২২: ২৩
তাপসের প্ররোচনায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সাঈদ খোকন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তাঁর পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাঈদ খোকন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আদালতের ওই নির্দেশ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সাঈদ খোকন বলেন, ‘দুদক আমার পরিবারের কোনো সদস্যকে অবহিত না করে; আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি আদালতের মাধ্যমে ব্যাংক হিসাব স্থগিত করেছে। আমি মনে করি, এ ধরনের কর্মকাণ্ডে আমার ও আমার পরিবারের মৌলিক এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।’

বর্তমান মেয়রকে ব্যর্থ বলে সাঈদ খোকন বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র তাপস তাঁর নগর পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায়ই আমার প্রতি বিভিন্ন হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছেন। আমি বিশ্বাস করি, দুর্নীতি দমন কমিশনের এমন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংঘটিত হয়েছে।’

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মতামত জানতে চাইলে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, বিষয়টি মহামান্য আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। বিচারাধীন কোনো বিষয়ে আমরা কোনো ধরনের বক্তব্য বা প্রতিউত্তর দিতে ইচ্ছুক নই।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত