Ajker Patrika

দুর্নীতি করতেই ভারতের সঙ্গে চুক্তি করছে সরকার: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৪০
দুর্নীতি করতেই ভারতের সঙ্গে চুক্তি করছে সরকার: ফখরুল 

দুর্নীতি করতেই বিদ্যুৎ কিনতে ভারতের আদানির সঙ্গে সরকার চুক্তি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। 

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের অভিজ্ঞতা তিক্ত, প্রতিবার আমরা আশা করি তিনি কিছু নিয়ে আসবেন, পরে দেখি তিনি সবকিছু দিয়ে এসেছেন। হতাশ হই, আগে তিনি ফিরে আসুক তারপর মন্তব্য করব।’

 মির্জা ফখরুল বলেন, ‘সরকার চুরি করতে-করতে দেশের অর্থনীতিকে এমন জায়গায় নিজে গেছে যে, ফিরে আসা যাচ্ছে না। যে কাজ ১০ হাজারে হবে তা ৫০ হাজারে করছে। কুইক রেন্টালে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে কেন তার জবাব আজ পর্যন্ত দিতে পারে নাই।’ 

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এই সভার আয়োজন করে। সাইফুর রহমান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিকে সমাজতান্ত্রিক কূপমণ্ডূকতা থেকে রক্ষা করে একটা মিশ্র অর্থনীতিতে নিয়ে এসেছেন। তিনি মনে করতেন সরকার কোনো ব্যবসা করবে না, ব্যবসা করবে ব্যবসায়ীরা, সরকার নিয়ন্ত্রণ করবে। বর্তমান আওয়ামী সরকার যে অর্থনৈতিক একটা ভ্রান্ত উন্নয়ন বিভ্রাট তৈরি করছে তার আসল চেহারা সাইফুর রহমান থাকলে আমরা আরও আগেই উদ্‌ঘাটন করতে পারতাম।’

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক  আমান উল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত