অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা যারা গণতন্ত্রকামী, দেশে গণতন্ত্র চাই, তাঁরা ছাত্রলীগের মতো কারও ওপর হামলা করব না বা কারও কোনো কিছু দখল করব না। এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি ওই পথে যাই, জনগণ কিন্তু আমাদের ছেড়ে দেবে না। মানুষ মুখ ফিরিয়ে নেবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, তাঁদের রক্তের স্রোত ধারায় আমরা গণতন্ত্র পেয়েছি। সেই গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে যেতে হবে।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই ফ্যাসিবাদের দোসর ছিল। তারাও লুটপাট করেছে, বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন করেছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অপরাধীকে দেখলে পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন। তেমনি যারা নিরীহ আওয়ামী লীগ আছে, যারা ছোট ব্যবসা করে, চাকরি করে, কারও ক্ষতি করেনি, তাঁদের যেন ক্ষতি না হয়। তাঁদের ওপর যেন জুলুম-নির্যাতন না হয়।’
রিজভী বলেন, ‘যারা অপরাধী, তাদের বিচার হবে। কিন্তু বিচার করবে আদালত। তাদের গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের। আমরা সে লাইনে যাব না। আমরা কোনো রাজনৈতিক দলের অফিস, কারও বাড়ি ঘরে হামলা করব না। মানুষ যেন আমাদের দেখে নিরাপদ মনে করে।’
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুল ইসলাম আউয়ালসহ নেতা–কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা যারা গণতন্ত্রকামী, দেশে গণতন্ত্র চাই, তাঁরা ছাত্রলীগের মতো কারও ওপর হামলা করব না বা কারও কোনো কিছু দখল করব না। এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি ওই পথে যাই, জনগণ কিন্তু আমাদের ছেড়ে দেবে না। মানুষ মুখ ফিরিয়ে নেবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, তাঁদের রক্তের স্রোত ধারায় আমরা গণতন্ত্র পেয়েছি। সেই গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে যেতে হবে।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই ফ্যাসিবাদের দোসর ছিল। তারাও লুটপাট করেছে, বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন করেছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অপরাধীকে দেখলে পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন। তেমনি যারা নিরীহ আওয়ামী লীগ আছে, যারা ছোট ব্যবসা করে, চাকরি করে, কারও ক্ষতি করেনি, তাঁদের যেন ক্ষতি না হয়। তাঁদের ওপর যেন জুলুম-নির্যাতন না হয়।’
রিজভী বলেন, ‘যারা অপরাধী, তাদের বিচার হবে। কিন্তু বিচার করবে আদালত। তাদের গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের। আমরা সে লাইনে যাব না। আমরা কোনো রাজনৈতিক দলের অফিস, কারও বাড়ি ঘরে হামলা করব না। মানুষ যেন আমাদের দেখে নিরাপদ মনে করে।’
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুল ইসলাম আউয়ালসহ নেতা–কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ভোটাধিকার নিশ্চিত করাও এখন মানবাধিকার বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করা মৌলিক অধিকারের অন্যতম। যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে।’
১ ঘণ্টা আগেচব্বিশের পটপরিবর্তনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন একটি দলের আত্মপ্রকাশ নিয়ে আলোচনা শুরু হয় জোরেশোরে। এই আলোচনায় সরব ছিল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেক জল্পনাকল্পনার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে আত্মপ্রকাশ করেছে দলটি।
১৩ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘প্রতিটি রাজনৈতিক...
১৭ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো নানাভাবে প্রশাসনে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাই নিরপেক্ষতা বজায় রাখতে দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্বকারী ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার (১ মার্চ) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয়
১৯ ঘণ্টা আগে