নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আমি বেশি কিছু বলব না। কারণ, আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই কথাই বলব যে, আমরা যেন সুষ্ঠু বিচার পাই। এখন আর এই দেশে কোনো আদালত নেই। শুধু আছে আল্লাহর আদালত। আল্লাহর আদালতে শুধু বলি, আমরা যেন গুম-খুনের সুষ্ঠু বিচারটা পাই। আর আমরা যদি মরেও যাই, যেন আমাদের সন্তানেরা এই বিচার দেখতে পায়।’ এই আকুতি চট্টগ্রাম ছাত্রদলের প্রয়াত নেতা নুরুল আলম নুরুর স্ত্রী সুমি আক্তারের।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বুধবার গুম-খুন হয়ে যাওয়া পরিবারের মাঝে দলের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই আকুতি জানান। ২০১৭ সালের ৩০ মার্চ খুন হন নুরু। দল ও পরিবারের দাবি, পুলিশের লোকজন তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে। স্বামী হত্যার বিচার পাননি অভিযোগ করে অনুষ্ঠানে গুম-খুন হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনের পক্ষ থেকে বিচারের দাবি জানান সুমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুমির আকুতির সুরে তিনিও বলেন, ‘গুম-খুন, অন্যায়-অবিচারের প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এখন আর কথা নয়, কাজের প্রয়োজন। আমাদের যাঁরা খুন হয়ে গেছেন, তাঁদের আমরা ফিরে পাব না। তাঁদের পরিবার-পরিজন কষ্ট পাচ্ছে। যাঁরা গুম হয়েছেন, তাঁদের পরিবার আরও বেশি কষ্ট পাচ্ছে। কারণ তারা জানেই না, বেঁচে আছে না বেঁচে নেই। এই একটা অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত জাতিকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে। যাঁরা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাঁদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যদি আমরা এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করে আনতে পারি।’
বাংলাদেশে গণতন্ত্র নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এটা প্রমাণিত সত্য যে, বাংলাদেশে গণতন্ত্র নেই। দেশে একটা একনায়কতন্ত্র চলছে। এটা প্রমাণিত সত্য যে, আজকে এখানে মানুষকে গুম, খুন, নির্যাতন করে, কারাগারে পাঠিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাঁদের ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। আমরা এই কথাগুলো বারবার বলেছি, বহুবার বলেছি। এখন রুখে দাঁড়ানোর এবং উঠে দাঁড়ানোর সময়।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘একটাই কথা, ফয়সালা রাজপথেই হতে হবে। এর কোনো বিকল্প নেই। আশাহত হওয়ার কারণ নাই। আমি মনে করি এসবের বিচার একদিন হবেই।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এক ভয়ংকর পরিস্থিতি এবং দুর্দিনের মধ্যে আমরা জীবন অতিবাহিত করছি। প্রত্যেকটা গুম-খুনের সঙ্গে রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান জড়িত।’
‘আমি বেশি কিছু বলব না। কারণ, আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই কথাই বলব যে, আমরা যেন সুষ্ঠু বিচার পাই। এখন আর এই দেশে কোনো আদালত নেই। শুধু আছে আল্লাহর আদালত। আল্লাহর আদালতে শুধু বলি, আমরা যেন গুম-খুনের সুষ্ঠু বিচারটা পাই। আর আমরা যদি মরেও যাই, যেন আমাদের সন্তানেরা এই বিচার দেখতে পায়।’ এই আকুতি চট্টগ্রাম ছাত্রদলের প্রয়াত নেতা নুরুল আলম নুরুর স্ত্রী সুমি আক্তারের।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বুধবার গুম-খুন হয়ে যাওয়া পরিবারের মাঝে দলের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই আকুতি জানান। ২০১৭ সালের ৩০ মার্চ খুন হন নুরু। দল ও পরিবারের দাবি, পুলিশের লোকজন তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে। স্বামী হত্যার বিচার পাননি অভিযোগ করে অনুষ্ঠানে গুম-খুন হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনের পক্ষ থেকে বিচারের দাবি জানান সুমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুমির আকুতির সুরে তিনিও বলেন, ‘গুম-খুন, অন্যায়-অবিচারের প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এখন আর কথা নয়, কাজের প্রয়োজন। আমাদের যাঁরা খুন হয়ে গেছেন, তাঁদের আমরা ফিরে পাব না। তাঁদের পরিবার-পরিজন কষ্ট পাচ্ছে। যাঁরা গুম হয়েছেন, তাঁদের পরিবার আরও বেশি কষ্ট পাচ্ছে। কারণ তারা জানেই না, বেঁচে আছে না বেঁচে নেই। এই একটা অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত জাতিকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে। যাঁরা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাঁদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যদি আমরা এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করে আনতে পারি।’
বাংলাদেশে গণতন্ত্র নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এটা প্রমাণিত সত্য যে, বাংলাদেশে গণতন্ত্র নেই। দেশে একটা একনায়কতন্ত্র চলছে। এটা প্রমাণিত সত্য যে, আজকে এখানে মানুষকে গুম, খুন, নির্যাতন করে, কারাগারে পাঠিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাঁদের ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। আমরা এই কথাগুলো বারবার বলেছি, বহুবার বলেছি। এখন রুখে দাঁড়ানোর এবং উঠে দাঁড়ানোর সময়।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘একটাই কথা, ফয়সালা রাজপথেই হতে হবে। এর কোনো বিকল্প নেই। আশাহত হওয়ার কারণ নাই। আমি মনে করি এসবের বিচার একদিন হবেই।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এক ভয়ংকর পরিস্থিতি এবং দুর্দিনের মধ্যে আমরা জীবন অতিবাহিত করছি। প্রত্যেকটা গুম-খুনের সঙ্গে রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান জড়িত।’
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতনকাঠামো পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ডিসি, ইউএনও বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাজের একটি নির্দিষ্ট সময় থাকে, কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
৫ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মনে করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র সফলভাবে বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা
৭ ঘণ্টা আগেজাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে সংসদে মোট আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে দলটি। পরে ধারাবাহিকভাবে এই হার বাড়ানোর পক্ষে বিএনপি।
৭ ঘণ্টা আগেতারিক আদনান মুন বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশির শ্রম, মেধা ও রেমিট্যান্সে বাংলাদেশ চলমান। অথচ এখনো তাঁদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুধু একটি-দুটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালুর কথা বলা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
৮ ঘণ্টা আগে