নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির (জাপা) সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে রাখা হয়েছে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ঘোষিত কাউন্সিল কমিটিতে।
আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওই কাউন্সিলের প্রস্তুতি কমিটিতে রাঙ্গাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে মসিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু এখনই বলতে চান না তিনি। সময় হলে কথা বলবেন বলে জানান।
এদিকে সংসদ অধিবেশন এবং কাউন্সিলকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহেই রওশন এরশাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গা। তিনি বলেন, ‘আগামী ৩০ অক্টোবর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের আগেই ২৮ অক্টোবর রওশন এরশাদ দেশে ফিরতে পারেন।’
গত ১৪ সেপ্টেম্বর পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। এর আগে কাউন্সিলের ঘোষণা দেন রওশন। এই কাউন্সিলকে ঘিরে এরই মধ্যে দলে বিভাজনের আভাস পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য, পরিবহন মালিক সমিতির নেতা মসিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের পদেও রয়েছেন। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।
প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির (জাপা) সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে রাখা হয়েছে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ঘোষিত কাউন্সিল কমিটিতে।
আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওই কাউন্সিলের প্রস্তুতি কমিটিতে রাঙ্গাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে মসিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু এখনই বলতে চান না তিনি। সময় হলে কথা বলবেন বলে জানান।
এদিকে সংসদ অধিবেশন এবং কাউন্সিলকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহেই রওশন এরশাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গা। তিনি বলেন, ‘আগামী ৩০ অক্টোবর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের আগেই ২৮ অক্টোবর রওশন এরশাদ দেশে ফিরতে পারেন।’
গত ১৪ সেপ্টেম্বর পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। এর আগে কাউন্সিলের ঘোষণা দেন রওশন। এই কাউন্সিলকে ঘিরে এরই মধ্যে দলে বিভাজনের আভাস পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য, পরিবহন মালিক সমিতির নেতা মসিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের পদেও রয়েছেন। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।
চলতি বছরের এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। নিয়মিত ফ্যাক্টচেকের বাইরে গাজায় গণহত্যার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে পুরোনো গুজব ফিরে আসা-সংক্রান্ত বিষয়ে একটি ফ্যাক্টফাইল এবং...
৯ ঘণ্টা আগেকলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার একজন রুকন ও এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১০ ঘণ্টা আগেরাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘আলাদা রাজ্য’ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির সরকার বলেছে, এটি মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে।
১০ ঘণ্টা আগেকাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই আগামী সোমবার (৫ মে) দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান।
১২ ঘণ্টা আগে