Ajker Patrika

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন রওশন এরশাদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১০: ৪৫
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন রওশন এরশাদ 

দ্বন্দ্ব ও মান-অভিমান ভুলে দলের স্বার্থে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। জাপার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

রওশন এরশাদ বলেন, ‘চলার পথে মান-অভিমান থাকবেই। কিন্তু দলের স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে মনে রাখতে হবে, জাতীয় পার্টি একটা পরিবার। দলের প্রত্যেক নেতা-কর্মী সেই পরিবারের সদস্য। দলের যেকোনো সংকট, সমস্যা জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।’

জাতীয় পার্টি সংবিধান মেনে নির্বাচনে অংশ নেবে জানিয়ে রওশন বলেন, ‘এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে হবে, তৃণমূলেও জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করলে মান-অভিমান কমে যাবে। আমরা যদি মিলেমিশে থাকি, ঐক্যবদ্ধ থেকে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে জাতীয় পার্টি অনেক দূর এগিয়ে যাবে।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এখন কর্তব্য হলো হুসেইন মুহম্মদ এরশাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা। জাতীয় পার্টি অগ্নিসন্ত্রাসে বিশ্বাস করে না। জাতীয় পার্টি বিশ্বাস করে উন্নয়ন ও গণতন্ত্রে।’

সমাবেশে উপস্থিত থাকলেও আদালতের নির্দেশনার কারণে বক্তৃতা করেননি জাপার চেয়ারম্যান জি এম কাদের। সমাবেশের মঞ্চে পাশাপাশি বসেন রওশন ও কাদের। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দুই নেতাকে দীর্ঘদিন পরে এক মঞ্চে দেখা গেল।

সমাবেশে দলের বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার দিকে ইঙ্গিত করে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, যে মামলাবাজের কারণে জি এম কাদের আজকে উপস্থিত থেকেও কথা বলতে পারেননি, তার স্থান জাতীয় পার্টিতে কখনো হবে না।

দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি কখনো কোনো দলের লেজুড় হবে না। অনেকে বলেন, জাতীয় পার্টিতে ঐক্য নেই। আজকে এই মঞ্চে দেখুন, জাতীয় পার্টির সব নেতা আছেন।

কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, অনেক চড়াই-উতরাই পার করে জাতীয় পার্টি আজ ৩৮ বছরে। অনেক ষড়যন্ত্র হয়েছে, ভবিষ্যতেও ষড়যন্ত্র হতে পারে। তবে জাতীয় পার্টি রওশন এরশাদ ও জি এম কাদেরের নেতৃত্বে সব সময় ঐক্যবদ্ধ থাকবে।

এদিন রাজধানীর মুক্তাঙ্গন (সচিবালয় সংলগ্ন) থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির উদ্যোগে শোভাযাত্রায় নেতৃত্ব দেন দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। নেতা-কর্মীরা বাদ্যযন্ত্র, ব্যানার-ফেস্টুন, প্রতীকী লাঙল ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত