Ajker Patrika

আন্দোলনের রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২২, ১৫: ১৯
আন্দোলনের রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা শুরু

জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার থেকে এই আলোচনা শুরু হচ্ছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে এসব আলোচনায় ডাকা হবে এবং আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।’ 

আজ প্রথম দিন নাগরিক ঐক্যের সঙ্গে বসার মধ্য দিয়ে এই আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে কয়েকটি টিম গঠন করা হয়েছে বলেও জানায় সূত্রটি। 

সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলাই এই আলোচনার মূল উদ্দেশ্য। আমাদের পক্ষ থেকে মূল দাবিগুলোর মধ্য রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং এরপর পুনর্গঠিত নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। এসব বিষয় নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে আন্দোলনের দাবি ঠিক করব। ওই দাবিগুলো নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হবে।’ 

‘কোনো জোট করছি না আমরা’—এমনটা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে আমরা আন্দোলনের একটা ধরন ঠিক করার চেষ্টা করব।’ 

 ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২০ দলীয় জোট বিলুপ্ত করি নাই। এই জোটের বিষয়েও আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্যফ্রন্টের বেলাতেও একই কথা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত