অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ ‘খুব ভালোবাসে ও সম্মান দেয়’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর উদ্দেশে বলেছেন, ‘একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয়, সেদিকে সজাগ থাকবেন।’
তিনি বলেন, এই সরকারের ভিন্ন রাজনৈতিক অ্যাজেন্ডা নেই বলে বিএনপি আস্থা রাখতে চায়। সে জন্য সংস্কার দ্রুত শেষ করে অতি অল্প সময় বা যৌক্তিক সময়ের মধ্য নির্বাচন অনুষ্ঠান করা হবে— এটাই জনগণের প্রত্যাশা।
আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি। অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমরা আশা করি, অতি অল্প সময় বা যৌক্তিক সময়ের মধ্য নির্বাচন দিয়ে দেবেন। এটা আমাদের প্রত্যাশা ও জনগণ এটাই চাই।’
তিনি বলেন, ‘আমি লক্ষ করছি, আমাদের নেতাদের অস্থিরতা। সুন্দর একটা নির্বাচন দেবেন, জনগণ খুশি হবে। আমরা বিশ্বাস করি, তাঁরা সময়টার সদ্ব্যবহার করবেন। নজরটা ওই দিকে দেবেন। নির্বাচনের কোনো বিকল্প নাই। আমাদের রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনে এতগুলো প্রাণ গিয়েছে, দীর্ঘকাল সংগ্রাম করেছে।’
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করায় অসন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এটাকে বড় ধরনের কোনো সমস্যা মনে করছি না। আমরা চাই দ্রুত নির্বাচন কমিশন হোক, দ্রুত নির্বাচন আয়োজন করুক। তিন মাসের মধ্য আউয়ালরা ও হুদারা নির্বাচন আয়োজন করতে পারলে আপনারা কেন পারবেন না?’
সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই সরকারের ভিন্ন কোনো রকমের রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। কারণ, এই সরকারের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি সারা বিশ্বে সমাদৃত। তিনি কমিট (অঙ্গীকার) করেছেন, “আমার কোনো রাজনৈতিক ইচ্ছা নেই। আপনারা যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে চাই।” আমরা বলব, ড. ইউনূসকে বাংলাদেশের মানুষ খুব ভালোবাসে, আপনাকে সম্মান দেবে এবং আগামীতেও দেবে। একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয়, সেদিকে সজাগ থাকবেন।’
জনগণের মতামত ছাড়া ও চাপিয়ে দেওয়া কোনো সংস্কার দীর্ঘস্থায়ী হবে না বলে হুঁশিয়ার করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রত্যাশা করব, সরকার দ্রুত সংস্কার কমিশন থেকে রিপোর্ট নিয়ে জনগণের সামনে তুলে ধরবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন। সব সংস্কার কিন্তু জনগণের দ্বারা স্বীকৃত হতে হবে এবং জনগণ সেটা মেনে নিতে হবে।’
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ ‘খুব ভালোবাসে ও সম্মান দেয়’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর উদ্দেশে বলেছেন, ‘একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয়, সেদিকে সজাগ থাকবেন।’
তিনি বলেন, এই সরকারের ভিন্ন রাজনৈতিক অ্যাজেন্ডা নেই বলে বিএনপি আস্থা রাখতে চায়। সে জন্য সংস্কার দ্রুত শেষ করে অতি অল্প সময় বা যৌক্তিক সময়ের মধ্য নির্বাচন অনুষ্ঠান করা হবে— এটাই জনগণের প্রত্যাশা।
আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি। অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমরা আশা করি, অতি অল্প সময় বা যৌক্তিক সময়ের মধ্য নির্বাচন দিয়ে দেবেন। এটা আমাদের প্রত্যাশা ও জনগণ এটাই চাই।’
তিনি বলেন, ‘আমি লক্ষ করছি, আমাদের নেতাদের অস্থিরতা। সুন্দর একটা নির্বাচন দেবেন, জনগণ খুশি হবে। আমরা বিশ্বাস করি, তাঁরা সময়টার সদ্ব্যবহার করবেন। নজরটা ওই দিকে দেবেন। নির্বাচনের কোনো বিকল্প নাই। আমাদের রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনে এতগুলো প্রাণ গিয়েছে, দীর্ঘকাল সংগ্রাম করেছে।’
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করায় অসন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এটাকে বড় ধরনের কোনো সমস্যা মনে করছি না। আমরা চাই দ্রুত নির্বাচন কমিশন হোক, দ্রুত নির্বাচন আয়োজন করুক। তিন মাসের মধ্য আউয়ালরা ও হুদারা নির্বাচন আয়োজন করতে পারলে আপনারা কেন পারবেন না?’
সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই সরকারের ভিন্ন কোনো রকমের রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। কারণ, এই সরকারের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি সারা বিশ্বে সমাদৃত। তিনি কমিট (অঙ্গীকার) করেছেন, “আমার কোনো রাজনৈতিক ইচ্ছা নেই। আপনারা যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে চাই।” আমরা বলব, ড. ইউনূসকে বাংলাদেশের মানুষ খুব ভালোবাসে, আপনাকে সম্মান দেবে এবং আগামীতেও দেবে। একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয়, সেদিকে সজাগ থাকবেন।’
জনগণের মতামত ছাড়া ও চাপিয়ে দেওয়া কোনো সংস্কার দীর্ঘস্থায়ী হবে না বলে হুঁশিয়ার করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রত্যাশা করব, সরকার দ্রুত সংস্কার কমিশন থেকে রিপোর্ট নিয়ে জনগণের সামনে তুলে ধরবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন। সব সংস্কার কিন্তু জনগণের দ্বারা স্বীকৃত হতে হবে এবং জনগণ সেটা মেনে নিতে হবে।’
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।
২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
১৫ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১৮ ঘণ্টা আগে