ঢাবি সংবাদদাতা
দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল সোমবারের হামলায় সরকারের ব্যর্থতা লক্ষণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের উচিত ছিল, আগে থেকে সতর্কতা অবলম্বন করা।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। গাজা ও রাফাহে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশে আয়োজন করে।
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করব, তার মানে এই নয়, আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এখানে সরকারের ব্যর্থতা লক্ষণীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়। সরকারের উচিত ছিল, আগে থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। তাহলে বাংলাদেশকে আজকে এই বদনাম নিতে হতো না।’
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের’ কথাটি সরিয়ে দিয়েছিল। তারা আড়ি পাতার যন্ত্র ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সব গণতান্ত্রিক দলের বিরুদ্ধে যে নির্যাতনের সূচনা করেছিল, সেই যন্ত্র ‘পেগাসাস’ ইসরায়েল থেকে কিনেছিল।
সমাবেশে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা ওড়ান। অনেকে হাতে ও গালে ফিলিস্তিনের পতাকা এঁকে এতে অংশ নেন। ফিলিস্তিনের গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নানা স্লোগান লিখে ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আসেন।
এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সমাবেশ থেকে শিগগির বিএনপির উদ্যোগে সারা দেশে এবং কেন্দ্রীয়ভাবে বড় কর্মসূচি দেবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ফিলিস্তিনের জনগণের পক্ষে বিএনপির পক্ষ থেকে ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে অতি শিগগির সারা দেশে এবং কেন্দ্রীয়ভাবে বৃহৎ কর্মসূচি ঘোষণা করব।’
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন। তিনি বলেন, ‘যেখানে ইসরায়েলের পণ্য থাকবে, সেখানেই বর্জন করতে হবে। গাজায় লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করার পরও জাতিসংঘ কিছুই করছে না। মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন হওয়ার পরও অনেক মানবাধিকার সংগঠন কিছুই করছেন না। ফিলিস্তিনের গণহত্যা দেখেও যেসব রাষ্ট্র নির্বিকার হয়ে আছে, তাদের ধিক্কার জানাই।’
সভাপতির বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় সম্প্রতি পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রের ‘স্টুডেন্ট ভিসা’ বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানান।
ছাত্রদল সভাপতি বলেন, ‘ইসরায়েলের নৃশংসতাকে ব্যাখ্যা করা যায়, এমন কোনো শব্দ নেই। ২০২৩ সালের পর থেকে এ পর্যন্ত তারা ৫১ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। এর বিরুদ্ধে সারা বিশ্বের ছাত্র-জনতা ইতিমধ্যে রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে শামিল হয়েছে।’
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারের এত বড় ব্যর্থতা মেনে নেওয়া যায় না।’
এ সময় ছাত্রদল সভাপতি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ ছাড়া সম্প্রতি ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের ওয়াক্ফ বিল পাসের নিন্দা জানান এবং দ্রুত এটি বাতিল করার দাবি জানান তিনি।
ছাত্রদলের এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গতকাল সোমবারের হামলায় সরকারের ব্যর্থতা লক্ষণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের উচিত ছিল, আগে থেকে সতর্কতা অবলম্বন করা।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। গাজা ও রাফাহে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশে আয়োজন করে।
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করব, তার মানে এই নয়, আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এখানে সরকারের ব্যর্থতা লক্ষণীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়। সরকারের উচিত ছিল, আগে থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। তাহলে বাংলাদেশকে আজকে এই বদনাম নিতে হতো না।’
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের’ কথাটি সরিয়ে দিয়েছিল। তারা আড়ি পাতার যন্ত্র ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সব গণতান্ত্রিক দলের বিরুদ্ধে যে নির্যাতনের সূচনা করেছিল, সেই যন্ত্র ‘পেগাসাস’ ইসরায়েল থেকে কিনেছিল।
সমাবেশে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা ওড়ান। অনেকে হাতে ও গালে ফিলিস্তিনের পতাকা এঁকে এতে অংশ নেন। ফিলিস্তিনের গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নানা স্লোগান লিখে ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আসেন।
এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সমাবেশ থেকে শিগগির বিএনপির উদ্যোগে সারা দেশে এবং কেন্দ্রীয়ভাবে বড় কর্মসূচি দেবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ফিলিস্তিনের জনগণের পক্ষে বিএনপির পক্ষ থেকে ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে অতি শিগগির সারা দেশে এবং কেন্দ্রীয়ভাবে বৃহৎ কর্মসূচি ঘোষণা করব।’
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন। তিনি বলেন, ‘যেখানে ইসরায়েলের পণ্য থাকবে, সেখানেই বর্জন করতে হবে। গাজায় লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করার পরও জাতিসংঘ কিছুই করছে না। মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন হওয়ার পরও অনেক মানবাধিকার সংগঠন কিছুই করছেন না। ফিলিস্তিনের গণহত্যা দেখেও যেসব রাষ্ট্র নির্বিকার হয়ে আছে, তাদের ধিক্কার জানাই।’
সভাপতির বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় সম্প্রতি পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রের ‘স্টুডেন্ট ভিসা’ বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানান।
ছাত্রদল সভাপতি বলেন, ‘ইসরায়েলের নৃশংসতাকে ব্যাখ্যা করা যায়, এমন কোনো শব্দ নেই। ২০২৩ সালের পর থেকে এ পর্যন্ত তারা ৫১ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। এর বিরুদ্ধে সারা বিশ্বের ছাত্র-জনতা ইতিমধ্যে রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে শামিল হয়েছে।’
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারের এত বড় ব্যর্থতা মেনে নেওয়া যায় না।’
এ সময় ছাত্রদল সভাপতি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ ছাড়া সম্প্রতি ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের ওয়াক্ফ বিল পাসের নিন্দা জানান এবং দ্রুত এটি বাতিল করার দাবি জানান তিনি।
ছাত্রদলের এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
আমীর খসরু বলেন, ‘এখানে ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে। গার্মেন্টস সেক্টর একটা বড় বিষয় আছে। অ্যাপ্লায়েন্স অ্যাসোসিয়েশনের একটি বিষয় আছে। নিরাপত্তাজনিত কিছু বিষয় চলে আসছে। আবার রাজনৈতিক দলগুলোর মতামতের একটা বিষয় আছে। সেই বিষয়গুলো আলোচনায় এসেছে। আমরা আশা করছি, দেশের স্বার্থে আগামী দিনের অর্থনীতি
৭ ঘণ্টা আগেরাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট নিয়ে এসেছিল এনসিপি। এরপরও নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে; যা আগামী ১৫ দিনের মধ্যে করতে হবে।
৮ ঘণ্টা আগেঐকমত্য কমিশনের সংলাপ থেকে মৌলিক সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন না হলে গণভোটের প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা আশা করি, সবাই জনগণের পক্ষে থাকবে। কিন্তু যদি কেউ সংস্কার বাধাগ্রস্ত করে, তাহলে একমাত্র পথ হচ্ছে গণভোট। জনগণই ঠিক করবে তারা কোন
৯ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুকম্পায় এ দেশে রাজনীতি করতে পেরেছেন, এখন তাঁর জ্যেষ্ঠ পুত্রকে আপনারা টার্গেট করেছেন। বুক-পিঠ বলে আপনাদের কিছু নেই।’
৯ ঘণ্টা আগে