Ajker Patrika

ছাত্রলীগে মাদ্রাসা শিক্ষা ও সোশ্যাল মিডিয়া সম্পাদকসহ নতুন ৮ পদ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৩: ৫৮
ছাত্রলীগে মাদ্রাসা শিক্ষা ও সোশ্যাল মিডিয়া সম্পাদকসহ নতুন ৮ পদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে কর্মপরিধি বাড়াতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে আটটি নতুন পদের সংযোজন করা হয়েছে। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন জানান, একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে, স্বল্প সময়ের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আটটি পদ সংযোজনের কথা জানানো হয়। 

নতুন পদগুলো হলো—অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে সম্পাদকীয় পদগুলো সংযুক্ত করা হয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগে নতুন আটটি পদের সৃষ্টি ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। আমরা বাংলাদেশে স্মার্ট ছাত্র রাজনীতি তৈরি করতে চাচ্ছি। ছাত্র রাজনীতি মডার্ন থিংকিং করুক, ছাত্র রাজনীতির কর্মপরিধি আরও বিস্তৃত হোক। বর্তমান সময়ে তরুণেরা চ্যালেঞ্জ মোকাবিলা করে ওতপ্রোতভাবে জড়িত বিষয়গুলো সম্পৃক্ত করতে চেয়েছি। সব সময় পরিবর্তনের সুরকে আত্মস্থ করতে হবে।’ 

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে এটি করেছি। আমাদের যে গণতান্ত্রিক বিধিবিধান রয়েছে—আকার অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় কমিটির সভা হবে সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। পরবর্তী যে ধাপ আসবে সেটি ক্রমান্বয়ে করা হবে। গঠনতন্ত্রে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদ সুনির্দিষ্ট করা আছে। অন্যান্য পদ প্রত্যেক কমিটি সমন্বয়ের সুবিধার্থে সংযোজন-বিয়োজন করা যায়। তবে আকারের কোনো পরিবর্তন হবে না বলে উল্লেখ করেন ছাত্রলীগ সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত